অপূর্ব’র শিষ্য মেহজাবিন

জিয়াউল ফারুক অপূর্ব মাঝে মধ্যে নিজেই কিছু গল্প দর্শকের জন্য ভাবেন। তার সেই ভাবনা থেকে নির্মিত হয় নাটক। ঠিক তেমনি আবারও অপূর্ব’র গল্প ভাবনা থেকেই ‘Sing’ শিরোনামের নাটকটি রচনা করেছেন তরুণ মেধাবী নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম। নাটকটিতে গানের গুরুজী চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং তারই শীষ্য মধু চরিত্রে অভিনয় করেছেন,। ‘মূলত এই নাটকটি কমেডি ঘরানার গল্পের একটি নাটক। আমি এবং মেহজাবিন চেষ্টা করেছি গল্প অনুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক প্রচারের পর কেমন সাড়া মিলে।’ মেহজাবিন চৌধুরী বলেন, ‘নির্মাতা মহিদুল মহিম চমৎকার সংলাপ লিখেন। যথারীতি এই নাটকটি রচনা করার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সে সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে ভালো লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দু’জনকে দেখতে পাবেন দর্শক। আশাকরি ভালো লাগবে নাটকটি দর্শকের।’ নির্মাতা মহিদুল মহিম জানান নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তার পরপরই নাটকটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে এ নাটকে অভিনয় করার আগে একই পরিচালকের নির্দেশনায় আরেকটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। সে নাটকের নাম ‘ক্যান্ডিক্র্যাস’। আগামী মাসের শুরুতে অপূর্ব ও মেহজাবিন চৌধুরী রুবেল হাসানের নির্দেশনায় আরেকটি নাটকের কাজ করবেন। জুটি হিসেবে অপূর্ব ও মেহজাবিন চৌধুরী সবচেয়ে বেশি আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকের মধ্যদিয়ে। এদিকে এরইমধ্যে অপূর্ব নাজমুল রনির নির্দেশনায় ‘তোকে ভালোবাসি আমি’ নাটকের কাজ শেষ করেছেন। মহিদুল মহিম নির্দেশিত অপূর্ব মেহজাবিন অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘গোলাপী কামিজ’।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ , ১১ মহররম ১৪৪২, ১২ আশ্বিন ১৪২৭

অপূর্ব’র শিষ্য মেহজাবিন

বিনোদন প্রতিবেদক |

image

জিয়াউল ফারুক অপূর্ব মাঝে মধ্যে নিজেই কিছু গল্প দর্শকের জন্য ভাবেন। তার সেই ভাবনা থেকে নির্মিত হয় নাটক। ঠিক তেমনি আবারও অপূর্ব’র গল্প ভাবনা থেকেই ‘Sing’ শিরোনামের নাটকটি রচনা করেছেন তরুণ মেধাবী নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম। নাটকটিতে গানের গুরুজী চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং তারই শীষ্য মধু চরিত্রে অভিনয় করেছেন,। ‘মূলত এই নাটকটি কমেডি ঘরানার গল্পের একটি নাটক। আমি এবং মেহজাবিন চেষ্টা করেছি গল্প অনুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক প্রচারের পর কেমন সাড়া মিলে।’ মেহজাবিন চৌধুরী বলেন, ‘নির্মাতা মহিদুল মহিম চমৎকার সংলাপ লিখেন। যথারীতি এই নাটকটি রচনা করার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সে সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে ভালো লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দু’জনকে দেখতে পাবেন দর্শক। আশাকরি ভালো লাগবে নাটকটি দর্শকের।’ নির্মাতা মহিদুল মহিম জানান নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তার পরপরই নাটকটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে এ নাটকে অভিনয় করার আগে একই পরিচালকের নির্দেশনায় আরেকটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। সে নাটকের নাম ‘ক্যান্ডিক্র্যাস’। আগামী মাসের শুরুতে অপূর্ব ও মেহজাবিন চৌধুরী রুবেল হাসানের নির্দেশনায় আরেকটি নাটকের কাজ করবেন। জুটি হিসেবে অপূর্ব ও মেহজাবিন চৌধুরী সবচেয়ে বেশি আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকের মধ্যদিয়ে। এদিকে এরইমধ্যে অপূর্ব নাজমুল রনির নির্দেশনায় ‘তোকে ভালোবাসি আমি’ নাটকের কাজ শেষ করেছেন। মহিদুল মহিম নির্দেশিত অপূর্ব মেহজাবিন অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘গোলাপী কামিজ’।