ধারাবাহিক নাটক পরিচালনায় মীর সাব্বির

অভিনেতা হিসেবেইে জনপ্রিয় মীর সাব্বির। পাশাপাশি নাট্য পরিচালক হিসেবেও সফল তিনি। নির্মাণ করেছে বেশ কিছু খণ্ড ও ধারাবাহিক নাটক। এবার আবারও ধারাবাহিক নাটক নির্মাণ করছেন এই অভিনেতা। নাটকটির নাম ‘মাকড়সা’। এটির নাট্যকারও তিনি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নাটকটির শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা হলেও অনেকদিন ধরে নাটকও নির্মাণ করছি। তবে একখ-ের চেয়ে ধারাবাহিক নাটক নির্মাণেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই নতুন ধারাবাহিক নিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। সামাজিক কিছু জটিল বিষয় এ নাটকটির মাধ্যমে তুলে ধরব। এখন নাটকটির অভিনয়শিল্পী নির্বাচনের কাজ করছি। আশা করছি, আমার নির্মিত আগের ধারাবাহিকগুলোর থেকেও এটি বেশি দর্শকপ্রিয়তা লাভ করবে।’

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেতা। বর্তমানে তার অভিনীত আদিত্য জনির পরিচালনায় ধারাবাহিক ‘দাদো’ একুশে টিভিতে, নজরুল ইসলাম রাজুর ‘বাকের খনি’ মাছরাঙায় এবং শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের প-িতেরা’ বাংলাভিশনে প্রচার হচ্ছে। এছাড়া আরও কয়েকটি নতুন ধারাবাহিকে অভিনয় করেছেন এরই মধ্যে। যেগুলো পর্যায়ক্রমে প্রচারে আসবে। নাটক ছাড়া ছবি নির্মাণের প্রতি এ অভিনেতার ঝোঁক রয়েছে। সরকারি অনুদানে ‘রাতজাগা ফুল’ নামে একটি ছবি পরিচালনাও করছেন। করোনার প্রকোপ শুরুর আগেই সেটির শুটিং শেষ করেছিলেন। বর্তমানে এটি সম্পাদনার টেবিলে আছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ , ১৭ সফর ১৪৪২, ২০ আশ্বিন ১৪২৭

ধারাবাহিক নাটক পরিচালনায় মীর সাব্বির

বিনোদন প্রতিবেদক |

image

অভিনেতা হিসেবেইে জনপ্রিয় মীর সাব্বির। পাশাপাশি নাট্য পরিচালক হিসেবেও সফল তিনি। নির্মাণ করেছে বেশ কিছু খণ্ড ও ধারাবাহিক নাটক। এবার আবারও ধারাবাহিক নাটক নির্মাণ করছেন এই অভিনেতা। নাটকটির নাম ‘মাকড়সা’। এটির নাট্যকারও তিনি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নাটকটির শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা হলেও অনেকদিন ধরে নাটকও নির্মাণ করছি। তবে একখ-ের চেয়ে ধারাবাহিক নাটক নির্মাণেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই নতুন ধারাবাহিক নিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। সামাজিক কিছু জটিল বিষয় এ নাটকটির মাধ্যমে তুলে ধরব। এখন নাটকটির অভিনয়শিল্পী নির্বাচনের কাজ করছি। আশা করছি, আমার নির্মিত আগের ধারাবাহিকগুলোর থেকেও এটি বেশি দর্শকপ্রিয়তা লাভ করবে।’

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেতা। বর্তমানে তার অভিনীত আদিত্য জনির পরিচালনায় ধারাবাহিক ‘দাদো’ একুশে টিভিতে, নজরুল ইসলাম রাজুর ‘বাকের খনি’ মাছরাঙায় এবং শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের প-িতেরা’ বাংলাভিশনে প্রচার হচ্ছে। এছাড়া আরও কয়েকটি নতুন ধারাবাহিকে অভিনয় করেছেন এরই মধ্যে। যেগুলো পর্যায়ক্রমে প্রচারে আসবে। নাটক ছাড়া ছবি নির্মাণের প্রতি এ অভিনেতার ঝোঁক রয়েছে। সরকারি অনুদানে ‘রাতজাগা ফুল’ নামে একটি ছবি পরিচালনাও করছেন। করোনার প্রকোপ শুরুর আগেই সেটির শুটিং শেষ করেছিলেন। বর্তমানে এটি সম্পাদনার টেবিলে আছে বলে জানিয়েছেন তিনি।