তিন যুগ পর বিটিভির নাটকে আলীরাজ

দীর্ঘ তিন যুগ পর বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয় করতে যাচ্ছেন দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিতো আলীরাজ। বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের মধ্যদিয়েই ডাব্লিউ আনোয়ার নামে আলীরাজের বিটিভির নাটকে অভিনয়ে পথচলা শুরু হয়। কিংবদন্তি সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন বুলুর হাত ধরেই বিটিভির নাটকে তার যাত্রা শুরু। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙ্গনের শব্দ শুনি’ নাটকে আলীরাজ প্রথম অভিনয় করেন। তখন তিনি একটি প্রাইভেট কোম্পানীতে জেনালের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জের ছেলে আলীরাজ সেখানেই পড়াশুনা শেষ করে ঢাকাতে এসে চাকরি করতেন। ‘ভাঙ্গনের শব্দ শুনি’ নাটকের পর আলীরাজ ‘নায়ক’, ‘রুমঝুম’, ‘অক্টোপাস’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেন। তবে বরকত উল্যাহ প্রযোজিত ‘ঢাকায় থাকি’ নাটকটিতে মাহমুদ চরিত্রে অভিনয় করে সেই সময় সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন আলীরাজ তথা ডাব্লিউ আনোয়ার। এই নাটকে তার বিপরীতে ছিলেন তারানা হালিম।

এই নাটকেই ইউনিয়ন লিডার চরিত্রে অভিনয় করতেন কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিক উজ্জামান। তিনিই মূলত আলীরাজকে সিনেমা করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব লুফে নিয়েছিলেন আলীরাজ। প্রথমেই তিনি নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় ‘সৎ ভাই’ সিনেমাতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। এই সিনেমাতে তিনি নায়ক রাজ রাজ্জাকের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। নায়ক রাজই তার নাম রাখেন আলীরাজ। দীর্ঘ তিন যুগ আগে ‘ঢাকায় থাকি’ ধারাবাহিক নাটকেই ছিলো বাংলাদেশ টেলিভিশনে আলীরাজ অভিনীত সর্বশেষ নাটক। পরবর্তীতে বিটিভির আর কোন নাটকেই আলীরাজের অভিনয় করা হয়ে উঠেনি। দীর্ঘ তিন যুগ পর আলীরাজ আজ থেকে বিটিভিতে ‘পিছুটান’ ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন। ৩৬ বছর পর তিনি বিটিভির অভ্যন্তরে শুটিং করতে যাচ্ছেন।জাহিদ হাসানের নির্দেশনায় তিনি এই ধারাবাহিকে অভিনয় করবেন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। নাটকটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস। দীর্ঘ ৩৬ বছর বিটিভির নাটকে অভিনয় করা প্রসঙ্গে আলীরাজ বলেন, সত্যি কথা বলতে কী আমার এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশের নয়। দীর্ঘ এতোটা বছর পর আমি বিটিভিতে যাচ্ছি। মনে হচ্ছে আমার নিজের বাড়িতে আমি ফিরে যাচ্ছি, নিজের ম­ানুষগুলোর কাছে ফিরে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই আমি যেন ভালো থাকি পরিবারের সবাইকে নিয়ে। আলীরাজ অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আলীরাজ অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নিয়ত’, ‘সহযাত্রী’, ‘কুসুমপুরের কদম আলী’, ‘দুর্নাম’, ‘দংশন’, ‘কৈফিয়ত’, ‘সম্মান’।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ , ১৮ সফর ১৪৪২, ২১ আশ্বিন ১৪২৭

তিন যুগ পর বিটিভির নাটকে আলীরাজ

বিনোদন প্রতিবেদক |

image

দীর্ঘ তিন যুগ পর বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয় করতে যাচ্ছেন দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিতো আলীরাজ। বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের মধ্যদিয়েই ডাব্লিউ আনোয়ার নামে আলীরাজের বিটিভির নাটকে অভিনয়ে পথচলা শুরু হয়। কিংবদন্তি সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন বুলুর হাত ধরেই বিটিভির নাটকে তার যাত্রা শুরু। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙ্গনের শব্দ শুনি’ নাটকে আলীরাজ প্রথম অভিনয় করেন। তখন তিনি একটি প্রাইভেট কোম্পানীতে জেনালের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জের ছেলে আলীরাজ সেখানেই পড়াশুনা শেষ করে ঢাকাতে এসে চাকরি করতেন। ‘ভাঙ্গনের শব্দ শুনি’ নাটকের পর আলীরাজ ‘নায়ক’, ‘রুমঝুম’, ‘অক্টোপাস’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেন। তবে বরকত উল্যাহ প্রযোজিত ‘ঢাকায় থাকি’ নাটকটিতে মাহমুদ চরিত্রে অভিনয় করে সেই সময় সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন আলীরাজ তথা ডাব্লিউ আনোয়ার। এই নাটকে তার বিপরীতে ছিলেন তারানা হালিম।

এই নাটকেই ইউনিয়ন লিডার চরিত্রে অভিনয় করতেন কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিক উজ্জামান। তিনিই মূলত আলীরাজকে সিনেমা করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব লুফে নিয়েছিলেন আলীরাজ। প্রথমেই তিনি নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় ‘সৎ ভাই’ সিনেমাতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। এই সিনেমাতে তিনি নায়ক রাজ রাজ্জাকের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। নায়ক রাজই তার নাম রাখেন আলীরাজ। দীর্ঘ তিন যুগ আগে ‘ঢাকায় থাকি’ ধারাবাহিক নাটকেই ছিলো বাংলাদেশ টেলিভিশনে আলীরাজ অভিনীত সর্বশেষ নাটক। পরবর্তীতে বিটিভির আর কোন নাটকেই আলীরাজের অভিনয় করা হয়ে উঠেনি। দীর্ঘ তিন যুগ পর আলীরাজ আজ থেকে বিটিভিতে ‘পিছুটান’ ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন। ৩৬ বছর পর তিনি বিটিভির অভ্যন্তরে শুটিং করতে যাচ্ছেন।জাহিদ হাসানের নির্দেশনায় তিনি এই ধারাবাহিকে অভিনয় করবেন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। নাটকটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস। দীর্ঘ ৩৬ বছর বিটিভির নাটকে অভিনয় করা প্রসঙ্গে আলীরাজ বলেন, সত্যি কথা বলতে কী আমার এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশের নয়। দীর্ঘ এতোটা বছর পর আমি বিটিভিতে যাচ্ছি। মনে হচ্ছে আমার নিজের বাড়িতে আমি ফিরে যাচ্ছি, নিজের ম­ানুষগুলোর কাছে ফিরে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই আমি যেন ভালো থাকি পরিবারের সবাইকে নিয়ে। আলীরাজ অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আলীরাজ অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নিয়ত’, ‘সহযাত্রী’, ‘কুসুমপুরের কদম আলী’, ‘দুর্নাম’, ‘দংশন’, ‘কৈফিয়ত’, ‘সম্মান’।