দুরন্ত টিভি’র তৃতীয় বর্ষপূতি

আজ তৃতীয় বর্ষপূর্তি উদযাপনের মধ্য দিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করছে বাংলাদেশের একমাত্র শিশুতোষ ও পারিবারিক টিভি চ্যানেল ‘দুরন্ত টিভি’।

২০১৭ সালের ৫ অক্টোবর দুরন্ত টিভি যাত্রা শুরু করে। মাত্র তিন বছরেই শিশুদের পাশাপাশি বড়দেরও মন জয় করে নিয়েছে চ্যানেলটি। শুরু থেকেই দুরন্ত টিভি শিশুদের অনুষ্ঠান নিয়ে কাজ করছে। দুরন্ত’র মূল উদ্দেশ্য হলো আনন্দের পাশাপাশি জীবনবোধ ও মানবিকতার শিক্ষা শিশুদের কাছে পৌঁছে দেওয়া। দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘তিন বছরের এই পথচলায় আমাদের চেষ্টা ছিল শিশুদের জন্য আলাদা এক জগৎ তৈরি করার। যেখান থেকে শিশুরা তাদের দৈনন্দিন জীবনে আনন্দের সঙ্গে অনেক কিছু শিখতে পারবে। সেই সঙ্গে অভিভাবকদের কাছেও ‘দুরন্ত’ এক আস্থার জায়গা হিসেবে বিবেচিত হবে। আমার মনে হয় আমরা সেই জায়গাটা করে নিতে পেরেছি। সামনেও আশা করছি আমরা এই জায়গাটা ধরে রাখতে পারবো।

প্রতিবছর বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হলেও এবছরের দৃশ্যপট ভিন্ন। মহামারীর এই সময়ে লোকসমাগম এড়াতে এবার দুরন্ত টিভির কার্যালয়ে শিশুদের সঙ্গে নিয়ে দিনটি উদযাপন করা সম্ভব হয়নি।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ , ১৮ সফর ১৪৪২, ২১ আশ্বিন ১৪২৭

দুরন্ত টিভি’র তৃতীয় বর্ষপূতি

বিনোদন প্রতিবেদক |

image

আজ তৃতীয় বর্ষপূর্তি উদযাপনের মধ্য দিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করছে বাংলাদেশের একমাত্র শিশুতোষ ও পারিবারিক টিভি চ্যানেল ‘দুরন্ত টিভি’।

২০১৭ সালের ৫ অক্টোবর দুরন্ত টিভি যাত্রা শুরু করে। মাত্র তিন বছরেই শিশুদের পাশাপাশি বড়দেরও মন জয় করে নিয়েছে চ্যানেলটি। শুরু থেকেই দুরন্ত টিভি শিশুদের অনুষ্ঠান নিয়ে কাজ করছে। দুরন্ত’র মূল উদ্দেশ্য হলো আনন্দের পাশাপাশি জীবনবোধ ও মানবিকতার শিক্ষা শিশুদের কাছে পৌঁছে দেওয়া। দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘তিন বছরের এই পথচলায় আমাদের চেষ্টা ছিল শিশুদের জন্য আলাদা এক জগৎ তৈরি করার। যেখান থেকে শিশুরা তাদের দৈনন্দিন জীবনে আনন্দের সঙ্গে অনেক কিছু শিখতে পারবে। সেই সঙ্গে অভিভাবকদের কাছেও ‘দুরন্ত’ এক আস্থার জায়গা হিসেবে বিবেচিত হবে। আমার মনে হয় আমরা সেই জায়গাটা করে নিতে পেরেছি। সামনেও আশা করছি আমরা এই জায়গাটা ধরে রাখতে পারবো।

প্রতিবছর বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হলেও এবছরের দৃশ্যপট ভিন্ন। মহামারীর এই সময়ে লোকসমাগম এড়াতে এবার দুরন্ত টিভির কার্যালয়ে শিশুদের সঙ্গে নিয়ে দিনটি উদযাপন করা সম্ভব হয়নি।