করোনায় আক্রান্ত আতাউর রহমান ও সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই বাংলার অন্যতম দুই বর্ষীয়ান অভিনেতা আতাউর রহমান ও সৌমিত্র চট্টোপাধ্যায়। এই সংক্রমণের পেছনে নিজেদের কোন সংযোগ না থাকলেও খবরটি একই দিনে প্রকাশ হলো গণমাধ্যমে। জানা গেছে, গত কয়েক দিন ধরেই অসুস্থবোধ করছিলেন ঢাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান। শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল পজিটিভ আসে। এদিকে ভারতের প্রায় সব গণমাধ্যমে খবর এসেছে, কলকাতার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত। সোমবার পজিটিভ ফলাফল পাওয়ার পর মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালের তরফ থেকেও জানানো হয়েছে, সৌমিত্রের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনার রিপোর্ট পজিটিভ হলেও অবস্থা আপাতত স্থিতিশীল। তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি অভিনেতার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ , ২০ সফর ১৪৪২, ২৩ আশ্বিন ১৪২৭

করোনায় আক্রান্ত আতাউর রহমান ও সৌমিত্র চট্টোপাধ্যায়

বিনোদন প্রতিবেদক |

image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই বাংলার অন্যতম দুই বর্ষীয়ান অভিনেতা আতাউর রহমান ও সৌমিত্র চট্টোপাধ্যায়। এই সংক্রমণের পেছনে নিজেদের কোন সংযোগ না থাকলেও খবরটি একই দিনে প্রকাশ হলো গণমাধ্যমে। জানা গেছে, গত কয়েক দিন ধরেই অসুস্থবোধ করছিলেন ঢাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান। শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল পজিটিভ আসে। এদিকে ভারতের প্রায় সব গণমাধ্যমে খবর এসেছে, কলকাতার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত। সোমবার পজিটিভ ফলাফল পাওয়ার পর মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালের তরফ থেকেও জানানো হয়েছে, সৌমিত্রের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনার রিপোর্ট পজিটিভ হলেও অবস্থা আপাতত স্থিতিশীল। তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি অভিনেতার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।