নতুন আট গান নিয়ে আসছেন অনন্যা

এই প্রজন্মের কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য নতুন আটটি গান নিয়ে শিগগিরই শ্রোতা দর্শকের মধ্যে উপস্থিত হচ্ছেন। গানগুলো হচ্ছে আশরাফুল হক তুরনের কথা ও সুরে, অমিত চ্যাটার্জির সঙ্গীতে ‘পাগল’, মঞ্জুরুল আলম মোহনের কথা ও সুরে, রুবেল রহমানের সঙ্গীতে ‘শৈশবে ভালো লেগেছিল’, ‘সময় বয়ে যায়’, শহীদ মাহমুদ জঙ্গীর কথায় সৈয়দ মনসুরের সুর সঙ্গীতে ‘হাসাইয়া কান্দাইয়া’, হুমায়ূন চৌধুরীর হিমুর কথা, সৈয়দ মনসুরের সুরে এবং রূপতনু রুপুর সঙ্গীতায়োজনে ‘চন্দ্রগহণ’, ‘মনরে আমার’ ও শামসুল আলম খানের লেখা, এম এ মোমিনের সুরে, রিপনের সঙ্গীতায়োজনে ‘বুকে শুধু জ¦ালা’, ফরিদ বঙ্গবাসীর কথা, সুর ও সঙ্গীতে ‘মনর মানুষ’। প্রত্যেকটি গানেরই রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। গানগুলো প্রসঙ্গে অনন্যা আচার্য বলেন, ‘প্রত্যেকটি গানই চমৎকার কথার এবং সুরের। প্রত্যেকটি গানই আমার মন ছুঁয়েগেছে। যারা আমাকে দিয়ে গানগুলো করিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সবসময়ই চেষ্টা করছি গানের কথার প্রতি গুরুত্ব দিতে। কারণ আমি বিশ^াস করি গানের বাণী যদি ভালো হয় তাহলে সুরও ভালো হবে নিশ্চয়ই। গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ অনন্যা জানান এরইমধ্যে গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ২০০৯ সালে ক্ষুদে গান রাজ’ প্রতিযোগিতায় শীষ দশে ছিলেন অনন্যা। অনন্যা এখন পড়ছেন রাজধানীর জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভোগে। অনন্যার গানে হাতেখড়ি মা কণা আচার্য্য’র ওস্তাদ শীতর আচার্য্য’র কাছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ , ২০ সফর ১৪৪২, ২৩ আশ্বিন ১৪২৭

নতুন আট গান নিয়ে আসছেন অনন্যা

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য নতুন আটটি গান নিয়ে শিগগিরই শ্রোতা দর্শকের মধ্যে উপস্থিত হচ্ছেন। গানগুলো হচ্ছে আশরাফুল হক তুরনের কথা ও সুরে, অমিত চ্যাটার্জির সঙ্গীতে ‘পাগল’, মঞ্জুরুল আলম মোহনের কথা ও সুরে, রুবেল রহমানের সঙ্গীতে ‘শৈশবে ভালো লেগেছিল’, ‘সময় বয়ে যায়’, শহীদ মাহমুদ জঙ্গীর কথায় সৈয়দ মনসুরের সুর সঙ্গীতে ‘হাসাইয়া কান্দাইয়া’, হুমায়ূন চৌধুরীর হিমুর কথা, সৈয়দ মনসুরের সুরে এবং রূপতনু রুপুর সঙ্গীতায়োজনে ‘চন্দ্রগহণ’, ‘মনরে আমার’ ও শামসুল আলম খানের লেখা, এম এ মোমিনের সুরে, রিপনের সঙ্গীতায়োজনে ‘বুকে শুধু জ¦ালা’, ফরিদ বঙ্গবাসীর কথা, সুর ও সঙ্গীতে ‘মনর মানুষ’। প্রত্যেকটি গানেরই রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। গানগুলো প্রসঙ্গে অনন্যা আচার্য বলেন, ‘প্রত্যেকটি গানই চমৎকার কথার এবং সুরের। প্রত্যেকটি গানই আমার মন ছুঁয়েগেছে। যারা আমাকে দিয়ে গানগুলো করিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সবসময়ই চেষ্টা করছি গানের কথার প্রতি গুরুত্ব দিতে। কারণ আমি বিশ^াস করি গানের বাণী যদি ভালো হয় তাহলে সুরও ভালো হবে নিশ্চয়ই। গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ অনন্যা জানান এরইমধ্যে গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ২০০৯ সালে ক্ষুদে গান রাজ’ প্রতিযোগিতায় শীষ দশে ছিলেন অনন্যা। অনন্যা এখন পড়ছেন রাজধানীর জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভোগে। অনন্যার গানে হাতেখড়ি মা কণা আচার্য্য’র ওস্তাদ শীতর আচার্য্য’র কাছে।