সময়ের গল্প’র ‘মাসুম’-এ নাঈম-ফারিয়া

নাট্যপরিচালক তপু খান তার আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘সময়ের গল্প’র একটি পর্ব নাঈম ও ফারিয়াকে নিয়ে নির্মাণ করেছেন। এবারের পর্বের নাম রাখা হয়েছে ‘মাসুম’। গেল ৭ অক্টোবর নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। তপু খান ‘সময়ের গল্প’র গবেষণা ও সার্বিক পরিচালনায়র দায়িত্বে আছেন। মাসুম’র গল্প প্রসঙ্গে তপু খান বলেন, ‘রাজধানীতে একটি সিন্ডিকেট আছে যারা ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে তাদের দিয়ে ভিক্ষা করায়।’ তপু খান জানান তার সময়ের গল্প’তে পর্ব পরিচালক হিসেবে আছেন আনিসুর রহমান রাজীব, মাহাদী শাওন ও রাইসুল ইসলাম অনিক। ‘মাসুম’ পর্বটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। ‘মাসুম’ পর্বে অভিনয় করা প্রসঙ্গে এফএস নাঈম বলেন, ‘এই সময়ের একজন সচেতন মেধাবী পরিচালক তপু খান। সময়কে সচেতনভাবে কাজে লাগিয়ে তিনি সময়ের গল্প’র প্রত্যেকটি পর্ব নির্মাণের মধ্যদিয়ে সমাজকে নানা ধরনের ম্যাসেজ দিয়ে সহযোগিতা করছেন যা সত্যিই ভীষণ প্রশংসার দাবি রাখে।’ ফারিয়া শাহ্রীন বলেন, ‘তপু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে সবসময়ই অনেক ভালো লাগে। এর আগেও তার নির্দেশনায় দুটি কাজ করেছি। নাঈম ভাই সবসময় ভীষণ কোঅপারেটিভ। এই মাসুম পর্বটি সব অভিভাবকদের দেখা উচিৎ বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে।’ তপু খান জানান আগামী ১৮ অক্টোবর রাত ৮.১০ মিনিটে ‘মাসুম’ পর্বটি প্রচার হবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ , ২১ সফর ১৪৪২, ২৪ আশ্বিন ১৪২৭

সময়ের গল্প’র ‘মাসুম’-এ নাঈম-ফারিয়া

বিনোদন প্রতিবেদক |

image

নাট্যপরিচালক তপু খান তার আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘সময়ের গল্প’র একটি পর্ব নাঈম ও ফারিয়াকে নিয়ে নির্মাণ করেছেন। এবারের পর্বের নাম রাখা হয়েছে ‘মাসুম’। গেল ৭ অক্টোবর নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। তপু খান ‘সময়ের গল্প’র গবেষণা ও সার্বিক পরিচালনায়র দায়িত্বে আছেন। মাসুম’র গল্প প্রসঙ্গে তপু খান বলেন, ‘রাজধানীতে একটি সিন্ডিকেট আছে যারা ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে তাদের দিয়ে ভিক্ষা করায়।’ তপু খান জানান তার সময়ের গল্প’তে পর্ব পরিচালক হিসেবে আছেন আনিসুর রহমান রাজীব, মাহাদী শাওন ও রাইসুল ইসলাম অনিক। ‘মাসুম’ পর্বটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। ‘মাসুম’ পর্বে অভিনয় করা প্রসঙ্গে এফএস নাঈম বলেন, ‘এই সময়ের একজন সচেতন মেধাবী পরিচালক তপু খান। সময়কে সচেতনভাবে কাজে লাগিয়ে তিনি সময়ের গল্প’র প্রত্যেকটি পর্ব নির্মাণের মধ্যদিয়ে সমাজকে নানা ধরনের ম্যাসেজ দিয়ে সহযোগিতা করছেন যা সত্যিই ভীষণ প্রশংসার দাবি রাখে।’ ফারিয়া শাহ্রীন বলেন, ‘তপু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে সবসময়ই অনেক ভালো লাগে। এর আগেও তার নির্দেশনায় দুটি কাজ করেছি। নাঈম ভাই সবসময় ভীষণ কোঅপারেটিভ। এই মাসুম পর্বটি সব অভিভাবকদের দেখা উচিৎ বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে।’ তপু খান জানান আগামী ১৮ অক্টোবর রাত ৮.১০ মিনিটে ‘মাসুম’ পর্বটি প্রচার হবে।