মাইম শিল্পীদের নিয়ে তবীব মাহমুদের ধর্ষকবিরোধী গান

ধর্ষণ ও ধর্ষকবিরোধী নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী তবীব মাহমুদ। নিজের কথা-সুর-কণ্ঠের এই বিশেষ গানটির ভিডিওতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডুমা)-এর সদস্যরা। সম্প্রতি তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে প্রতিবাদী গানচিত্রটি উন্মুক্ত হয়েছে। ‘তুই ধর্ষক’ শিরোনামের গানটি প্রকাশ হওয়ার পর ইতোমধ্যে ৬ লাখ ভিউ অতিক্রম করেছে। মিলছে প্রচুর প্রশংসা। ভিডিওটি নির্মাণ করেছেন রায়হান উদ্দীন। ধারালো কথা আর মাইম শিল্পীদের কোরিওগ্রাফিতে গানটিতে তুলে ধরা হয়েছে নারী নিপীড়নের কথা।

গানটি প্রসঙ্গে তবীব বলেন, ‘একদল মানুষের ঘাম শুকিয়ে ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। জানি না কতটুকু কাজে লাগবে। তবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যেতে চাই, গানে গানে।’

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ , ২১ সফর ১৪৪২, ২৪ আশ্বিন ১৪২৭

মাইম শিল্পীদের নিয়ে তবীব মাহমুদের ধর্ষকবিরোধী গান

বিনোদন প্রতিবেদক |

image

ধর্ষণ ও ধর্ষকবিরোধী নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী তবীব মাহমুদ। নিজের কথা-সুর-কণ্ঠের এই বিশেষ গানটির ভিডিওতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডুমা)-এর সদস্যরা। সম্প্রতি তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে প্রতিবাদী গানচিত্রটি উন্মুক্ত হয়েছে। ‘তুই ধর্ষক’ শিরোনামের গানটি প্রকাশ হওয়ার পর ইতোমধ্যে ৬ লাখ ভিউ অতিক্রম করেছে। মিলছে প্রচুর প্রশংসা। ভিডিওটি নির্মাণ করেছেন রায়হান উদ্দীন। ধারালো কথা আর মাইম শিল্পীদের কোরিওগ্রাফিতে গানটিতে তুলে ধরা হয়েছে নারী নিপীড়নের কথা।

গানটি প্রসঙ্গে তবীব বলেন, ‘একদল মানুষের ঘাম শুকিয়ে ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। জানি না কতটুকু কাজে লাগবে। তবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যেতে চাই, গানে গানে।’