আজ গাজী মাজহারুল আনোয়ারের নতুন ৫ গানের সূচনা

গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা নতুন পাঁচটি গান নিয়ে আজ সন্ধ্যা ৭টায় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানের ডালি’র (Ganer Dali) ফেসবুক পেজ থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত গানওে ডালি’র কার্যালয়ে সরাসরি উপস্থিত থাকবেন গাজী মাজহারুল আনোয়ার। ভার্চুয়াল এই প্রেস কনফারেন্সে অনলাইনে অংশ নিবেন যারা পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন সেই সম্মানিত সঙ্গীতশিল্পীরাও। তারা হলেন দিঠি আনোয়ার, দিলশাদ নাহার কনা, ন্যান্সি, ইমরান। স্টুডিওতে গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে সরাসরি উপস্থিত থাকবেন মনির খান। এতে সম্মানীয় অতিথি হিসেবে অনলাইনে অংশ নেবেন কুমার বিশ^জিৎ। অনলাইনে আরও অংশ নেবেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ। মনির খান, দিঠি ও ন্যান্সির গানের সুর সঙ্গীত করেছেন আহমেদ কিসলু। কনা’র গানের সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। ইমরানের গানের সুর সঙ্গীত করেছেন শফিক তুহিন। নতুন পাঁচটি গান প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘প্রত্যেক সঙ্গীত পরিচালক শিল্পীর প্রতি রইলো অনেক দোয়া, ভালোবাসা। আশা করা যায় প্রত্যেকটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আর আজকের অনুষ্ঠানে সবার আন্তরিক অংশগ্রহণের জন্য আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি।’ গানের ডালির প্রধান নির্বাহী শাহ্ আমীর খসরু জানান, আজকের ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মধ্যদিয়ে মূলত গানগুলো সম্পর্কে সবাইকে প্রাথমিক জানান দেয়া। শিগগিরই গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের পর তা আগামী বছরের শুরুতে একে একে প্রকাশ করা হবে। আজকের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন শান্তা জাহান। গাজী মাজহারুল আনোয়ারের লেখা বিভিন্ন শিল্পীর গানগুলোর শিরোনাম হচ্ছে মনির খানের ‘শতাব্দী ধরে এক নজরে’, দিঠি’র ‘কৃষ্ণ কানাইয়া’, কনার ‘ব্যস্ত শহর’, ন্যান্সির ‘আমার একটাইতো মন্দ স্বভাব’ ও ইমরানের ‘আমি আমাকে নিয়ে করেছি এই অঙ্ক’।

শনিবার, ১০ অক্টোবর ২০২০ , ২২ সফর ১৪৪২, ২৫ আশ্বিন ১৪২৭

আজ গাজী মাজহারুল আনোয়ারের নতুন ৫ গানের সূচনা

বিনোদন প্রতিবেদক |

image

গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা নতুন পাঁচটি গান নিয়ে আজ সন্ধ্যা ৭টায় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানের ডালি’র (Ganer Dali) ফেসবুক পেজ থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত গানওে ডালি’র কার্যালয়ে সরাসরি উপস্থিত থাকবেন গাজী মাজহারুল আনোয়ার। ভার্চুয়াল এই প্রেস কনফারেন্সে অনলাইনে অংশ নিবেন যারা পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন সেই সম্মানিত সঙ্গীতশিল্পীরাও। তারা হলেন দিঠি আনোয়ার, দিলশাদ নাহার কনা, ন্যান্সি, ইমরান। স্টুডিওতে গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে সরাসরি উপস্থিত থাকবেন মনির খান। এতে সম্মানীয় অতিথি হিসেবে অনলাইনে অংশ নেবেন কুমার বিশ^জিৎ। অনলাইনে আরও অংশ নেবেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ। মনির খান, দিঠি ও ন্যান্সির গানের সুর সঙ্গীত করেছেন আহমেদ কিসলু। কনা’র গানের সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। ইমরানের গানের সুর সঙ্গীত করেছেন শফিক তুহিন। নতুন পাঁচটি গান প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘প্রত্যেক সঙ্গীত পরিচালক শিল্পীর প্রতি রইলো অনেক দোয়া, ভালোবাসা। আশা করা যায় প্রত্যেকটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আর আজকের অনুষ্ঠানে সবার আন্তরিক অংশগ্রহণের জন্য আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি।’ গানের ডালির প্রধান নির্বাহী শাহ্ আমীর খসরু জানান, আজকের ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মধ্যদিয়ে মূলত গানগুলো সম্পর্কে সবাইকে প্রাথমিক জানান দেয়া। শিগগিরই গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের পর তা আগামী বছরের শুরুতে একে একে প্রকাশ করা হবে। আজকের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন শান্তা জাহান। গাজী মাজহারুল আনোয়ারের লেখা বিভিন্ন শিল্পীর গানগুলোর শিরোনাম হচ্ছে মনির খানের ‘শতাব্দী ধরে এক নজরে’, দিঠি’র ‘কৃষ্ণ কানাইয়া’, কনার ‘ব্যস্ত শহর’, ন্যান্সির ‘আমার একটাইতো মন্দ স্বভাব’ ও ইমরানের ‘আমি আমাকে নিয়ে করেছি এই অঙ্ক’।