‘নীলু’র জন্য প্রশংসিত মম

দায়বদ্ধতা থেকে ও সমাজের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রায়শই ভিন্ন ধরনের গল্পের নাটক, চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন মম। ঠিক তেমনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীলু’। বর্তমান নারী সামাজিক প্রেক্ষাপটে নারীর আতœরক্ষার প্রশিক্ষণ অতিজরুরি’ এই বিষয়টিকে উপজীব্য করেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানান মম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মম। ‘নীলু’ চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। চলচ্চিত্রটি ইউটিউবে প্রকাশের পর থেকেই এতে নীলু চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন বলে জানিয়েছেন মম। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘দায় যখন পোশাকের তখন নীলুই পতিরোধ আতœরক্ষার। চলচ্চিত্রটি অবমুক্ত হবার পর থেকেই অনেকেই আমাকে অভিনন্দন জানাচ্ছেন। ভিকি জাহেদের সঙ্গে এটি ছিলো আমার প্রথম কাজ। আসলে কাজ ভালো হওয়া অনেক কিছুই নির্ভর করে শিল্পী এবং পরিচালকের মধ্যে টিম ওয়ার্কের উপর। তাই নীলুর পুরো কৃতিত্ব নীলুর পুরো টিমের। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা পুরো টিমের প্রতি। আর যারা নীলু দেখে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরো ভালো ভালো কাজ করার জন্য মনে অনেক সাহস যোগায়। এদিকে মম এরইমধ্যে সাগর জাহানের নির্দেশনায় শেষ করেছেন ‘মন দরজা’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন মোশাররফ করিম।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ , ২৫ সফর ১৪৪২, ২৮ আশ্বিন ১৪২৭

‘নীলু’র জন্য প্রশংসিত মম

বিনোদন প্রতিবেদক |

image

দায়বদ্ধতা থেকে ও সমাজের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রায়শই ভিন্ন ধরনের গল্পের নাটক, চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন মম। ঠিক তেমনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীলু’। বর্তমান নারী সামাজিক প্রেক্ষাপটে নারীর আতœরক্ষার প্রশিক্ষণ অতিজরুরি’ এই বিষয়টিকে উপজীব্য করেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানান মম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মম। ‘নীলু’ চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। চলচ্চিত্রটি ইউটিউবে প্রকাশের পর থেকেই এতে নীলু চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন বলে জানিয়েছেন মম। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘দায় যখন পোশাকের তখন নীলুই পতিরোধ আতœরক্ষার। চলচ্চিত্রটি অবমুক্ত হবার পর থেকেই অনেকেই আমাকে অভিনন্দন জানাচ্ছেন। ভিকি জাহেদের সঙ্গে এটি ছিলো আমার প্রথম কাজ। আসলে কাজ ভালো হওয়া অনেক কিছুই নির্ভর করে শিল্পী এবং পরিচালকের মধ্যে টিম ওয়ার্কের উপর। তাই নীলুর পুরো কৃতিত্ব নীলুর পুরো টিমের। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা পুরো টিমের প্রতি। আর যারা নীলু দেখে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরো ভালো ভালো কাজ করার জন্য মনে অনেক সাহস যোগায়। এদিকে মম এরইমধ্যে সাগর জাহানের নির্দেশনায় শেষ করেছেন ‘মন দরজা’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন মোশাররফ করিম।