ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন আলমগীর-দীপেন

চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হক স্মরণে প্রতি বছর দেয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। এ বছর এই পুরস্কার পাচ্ছেন চিত্রনায়ক আলমগীর। তবে অভিনয়ের জন্য নয়, তাকে এই সম্মাননা দেয়া হবে নির্মাণের জন্য। অপরদিকে চলচ্চিত্র সাংবাদিকতার জন্য এবার পুরস্কার দেয়া হচ্ছে শামীম আলম দীপেনকে। আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে পুরস্কারটি প্রদান করা হবে। বিষয়টি জানিয়েছে চ্যানেল আই সূত্র। এতে পুরস্কার হিসেবে থাকছে ২৫ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রবর্তন করেন কথাশিল্পী রাবেয়া খাতুন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ , ২৫ সফর ১৪৪২, ২৮ আশ্বিন ১৪২৭

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন আলমগীর-দীপেন

বিনোদন প্রতিবেদক |

image

চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হক স্মরণে প্রতি বছর দেয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। এ বছর এই পুরস্কার পাচ্ছেন চিত্রনায়ক আলমগীর। তবে অভিনয়ের জন্য নয়, তাকে এই সম্মাননা দেয়া হবে নির্মাণের জন্য। অপরদিকে চলচ্চিত্র সাংবাদিকতার জন্য এবার পুরস্কার দেয়া হচ্ছে শামীম আলম দীপেনকে। আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে পুরস্কারটি প্রদান করা হবে। বিষয়টি জানিয়েছে চ্যানেল আই সূত্র। এতে পুরস্কার হিসেবে থাকছে ২৫ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রবর্তন করেন কথাশিল্পী রাবেয়া খাতুন।