‘মানব গাড়ি’ নিয়ে ঐশীর প্রত্যাশা

কণ্ঠের কারণেই তার প্রজন্মের শিল্পীদের মধ্যে তিনি একেবারেই আলাদা। কণ্ঠে তার গান শুনলেই সহজেই অনুমেয় করা যায় এটি তার গান। তিনি ফাতিমা তুয যোহরা ঐশী। নুতন একটি গান করেছেন ঐশী, যে গানটি নিয়ে তার প্রত্যাশা অনেক বেশি। গানটির শিরোনাম ‘মানব গাড়ি’। ফোক ঘরানার এই গানটি লিখেছেন আহমেদ রব্বানী, সুরও করেছেন তিনি। গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ করেছেন তিনি। গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘ মানব গাড়ি গানটি যখন আমাকে সুমন কল্যাণ দাদা পাঠালেন তখনই আমার মনে হয়েছে যে এই গানটি শ্রোতা দর্শকেরা আগ্রহ নিয়ে শুনবেন। আহমেদ রব্বানী ভাইও বেশ চমৎকার লিখেছেন গানটি। গানটির অর্থটা খুব গভীর। মানব গাড়ি গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি।’ আহমেদ রব্বানী বলেন, ‘গানটি মূলত আমি ঐশীর জন্যই লিখেছি। তার কথা মাথায় রেখেই আমি সেভাবেই সুর করেছি। গার কণ্ঠে গানটি শুনে আমি ভীষণ মুগ্ধ। আমার বিশ^াস শ্রোতা দর্শকের গানটি ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সুমন কল্যাণ দাদা’র প্রতি।’ এদিকে নতুন কিছু সিনেমাতেও গান গেয়েছেন ঐশী। ‘মুক্তি’ সিনেমায় নোয়াখালীর ভাষায় টাইটেল সং গেয়েছেন তিনি। গানটি লিখেছেন এসকে দীপ সুর করেছেন শাহরিয়ার রাফাত। আবুল কালাম আজাদের একটি সিনেমায় গান গেয়েছেন। এছাড়াও একটি প্লে-ব্যাক করেছেন তিনি, যার বিস্তারিত এখনই জানাতে চাচ্ছেন না ঐশী। নতুন আরও দুটি সিনেমার গানে কণ্ঠ দেবার বিষয়ে কথা চলছে। এছাড়াও আরও বেশকিছু গানের কাজ চলছে যা একে একে প্রকাশ পাবে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ , ২৬ সফর ১৪৪২, ২৯ আশ্বিন ১৪২৭

‘মানব গাড়ি’ নিয়ে ঐশীর প্রত্যাশা

বিনোদন প্রতিবেদক |

image

কণ্ঠের কারণেই তার প্রজন্মের শিল্পীদের মধ্যে তিনি একেবারেই আলাদা। কণ্ঠে তার গান শুনলেই সহজেই অনুমেয় করা যায় এটি তার গান। তিনি ফাতিমা তুয যোহরা ঐশী। নুতন একটি গান করেছেন ঐশী, যে গানটি নিয়ে তার প্রত্যাশা অনেক বেশি। গানটির শিরোনাম ‘মানব গাড়ি’। ফোক ঘরানার এই গানটি লিখেছেন আহমেদ রব্বানী, সুরও করেছেন তিনি। গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ করেছেন তিনি। গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘ মানব গাড়ি গানটি যখন আমাকে সুমন কল্যাণ দাদা পাঠালেন তখনই আমার মনে হয়েছে যে এই গানটি শ্রোতা দর্শকেরা আগ্রহ নিয়ে শুনবেন। আহমেদ রব্বানী ভাইও বেশ চমৎকার লিখেছেন গানটি। গানটির অর্থটা খুব গভীর। মানব গাড়ি গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি।’ আহমেদ রব্বানী বলেন, ‘গানটি মূলত আমি ঐশীর জন্যই লিখেছি। তার কথা মাথায় রেখেই আমি সেভাবেই সুর করেছি। গার কণ্ঠে গানটি শুনে আমি ভীষণ মুগ্ধ। আমার বিশ^াস শ্রোতা দর্শকের গানটি ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সুমন কল্যাণ দাদা’র প্রতি।’ এদিকে নতুন কিছু সিনেমাতেও গান গেয়েছেন ঐশী। ‘মুক্তি’ সিনেমায় নোয়াখালীর ভাষায় টাইটেল সং গেয়েছেন তিনি। গানটি লিখেছেন এসকে দীপ সুর করেছেন শাহরিয়ার রাফাত। আবুল কালাম আজাদের একটি সিনেমায় গান গেয়েছেন। এছাড়াও একটি প্লে-ব্যাক করেছেন তিনি, যার বিস্তারিত এখনই জানাতে চাচ্ছেন না ঐশী। নতুন আরও দুটি সিনেমার গানে কণ্ঠ দেবার বিষয়ে কথা চলছে। এছাড়াও আরও বেশকিছু গানের কাজ চলছে যা একে একে প্রকাশ পাবে।