ওয়েব সিরিজে ফারজানা রিক্তা

বিজ্ঞাপন চিত্রে কাজ করে পরিচিতি পেয়ে ফারজানা রিক্তা নাম লেখিয়েছেন টেলিভিশন নাটকে, অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। সম্প্রতি রিক্তা ‘মরীচিকা’ শিরোনামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। থ্রিলার গল্পের এই সিরিজটিতে নানা রকম চমক রয়েছে বলে জানা যায়। বড় ও ছোট পর্দার শিল্পীর সমন্বয় দেখা যাবে এখানে। দুই পর্দার শিল্পীই রয়েছেন কাস্টিংয়ে। গল্পে সিয়াম আহমেদকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। দুজনেই প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলেন এবং এক সঙ্গে জুটি বাঁধলেন। ফারজানা রিক্তা বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করলাম। পছন্দের সব সহশিল্পীকে এক সঙ্গে পেয়েছি। সিয়ামের সঙ্গে এটা আমার প্রথম কাজ। গল্প, চরিত্র সব কিছু মিলিয়ে আমার কাছে নতুন এক অভিজ্ঞতা এটা। বর্তমান ওয়েব সিরিজ থেকে ব্যতিক্রম একটি ওয়েব সিরিজ ‘মরীচিকা’। থ্রিলার গল্পের ওয়েব সিরিজটিতে নানা রকম চমক আছে। আশা করছি দর্শক পছন্দ করবে।’ জানা গেছে, আগামী নভেম্বরে ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকী’তে মুক্তি পাবে। করোনা নিয়ে সচেতন করতে অভিনেতা ও নির্মাতা শামীম জামান নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘বিনি সুতার ডানা’। এতে রিক্তা শামীম জামানের বিপরীতে অভিনয় করছেন। এছাড়াও শেষ করেছেন জি স্বাধীনের ‘প-িত পাড়া’ ধারাবাহিকের কাজ।’

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ , ২৬ সফর ১৪৪২, ২৯ আশ্বিন ১৪২৭

ওয়েব সিরিজে ফারজানা রিক্তা

বিনোদন প্রতিবেদক |

image

বিজ্ঞাপন চিত্রে কাজ করে পরিচিতি পেয়ে ফারজানা রিক্তা নাম লেখিয়েছেন টেলিভিশন নাটকে, অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। সম্প্রতি রিক্তা ‘মরীচিকা’ শিরোনামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। থ্রিলার গল্পের এই সিরিজটিতে নানা রকম চমক রয়েছে বলে জানা যায়। বড় ও ছোট পর্দার শিল্পীর সমন্বয় দেখা যাবে এখানে। দুই পর্দার শিল্পীই রয়েছেন কাস্টিংয়ে। গল্পে সিয়াম আহমেদকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। দুজনেই প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলেন এবং এক সঙ্গে জুটি বাঁধলেন। ফারজানা রিক্তা বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করলাম। পছন্দের সব সহশিল্পীকে এক সঙ্গে পেয়েছি। সিয়ামের সঙ্গে এটা আমার প্রথম কাজ। গল্প, চরিত্র সব কিছু মিলিয়ে আমার কাছে নতুন এক অভিজ্ঞতা এটা। বর্তমান ওয়েব সিরিজ থেকে ব্যতিক্রম একটি ওয়েব সিরিজ ‘মরীচিকা’। থ্রিলার গল্পের ওয়েব সিরিজটিতে নানা রকম চমক আছে। আশা করছি দর্শক পছন্দ করবে।’ জানা গেছে, আগামী নভেম্বরে ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকী’তে মুক্তি পাবে। করোনা নিয়ে সচেতন করতে অভিনেতা ও নির্মাতা শামীম জামান নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘বিনি সুতার ডানা’। এতে রিক্তা শামীম জামানের বিপরীতে অভিনয় করছেন। এছাড়াও শেষ করেছেন জি স্বাধীনের ‘প-িত পাড়া’ ধারাবাহিকের কাজ।’