পূজায় আসছে জয়ের দুই গান

দূর্গা পূজা উপলক্ষে সঙ্গীত শিল্পী জয়ের দুইটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছ। একটি গানের শিরোনাম ‘ভালো রাখতে তোমার মন দিলাম কিনে মুঠো ফোন’ গানের কথা সুর ও সংগীত আয়োজন করছেন মিল্টন খন্দকার। গানটির সার্বিক সহযোগিতা করেছেন সঞ্জীব। আরকটি গানের গীতিকার লক্ষন কুমার। সুর ও সংগীত আয়োজন করছেন এস কে সমীর। গানের কথা এমন ‘আজ এই বৃষ্টি আমার মনে সৃষ্টি। শিঘ্রই গান দুটি ‘আই-গ্লাস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ‘আজ এই বৃষ্টি’ গানটি প্রকাশ পাবে আগামী শুক্রবার, পরের শুক্রবার মুক্তি পাবে অপর গানটি। কণ্ঠশিল্পী জয় বলেন, মহামারী করোনাভাইরাসের সারা বিশ্বের মানুষের কাছ থেকে যেন আনন্দ কেড়ে নিয়েছে। আমরা এখন প্রযোজন ছাড়া বাহিরে যাচ্ছি না, মিলনায়তনগুলো বন্ধ কোথাও কোন অনুষ্ঠান হচ্ছে না, চায়র দোকানে ভীর নেই, আড্ডার স্থানগুলো ফাকা পড়ে আছে, বন্ধু-বান্ধবরা মিলে আগেরমতো আনন্দ আড্ডায় মেতে উঠছেনা। মানুষ এখন মানুষকে ভয় পাচ্ছে। পরস্পরের মধ্যে দূরত্ত তৈরি হচ্ছে। একটা জটিল সময় অতিবাহিত করছে সবাই। শিল্পী হিসেবে আমি একটা দায়বদ্ধতা অনুভব করি। সেটা হল এই মানুষগুলোকে আনন্দ দেওয়ার মাধ্যমে হতাশা থেক মুক্ত রাখার। এবার পূজয় মানুষ হয়ত একত্র হয়ে আগেরমতো আনন্দ কতে পারবে না। তাই ঘরে ঘরে থাকা মানুষগুলোকে বিনোদন দিতে পূজয় এই দুটি গান প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি আমার গান দুটি দর্শকদের কিছুটা হলেও আনন্দ দিতে পারবে। এর আগে তরুণ সঙ্গীতশিল্পী জয়ের একাধিক গান ইউটিউবে মুক্তি পেয়েছে এর মধ্যে সম্প্রতি সময়ে ‘দোষ’ শিরোনামের মিউজিক্যাল ড্রামা ইউটিউবে মুক্তি পেয়েছে। এছাড়া কাছাকাছি সময়ে ‘তুমি হাতটা বাড়িয়ে দিলে’ এবং ‘ক্ষমা চেয়েছি’ শিরোনামের গানগুলো আই-গ্লাস মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ , ২৬ সফর ১৪৪২, ২৯ আশ্বিন ১৪২৭

পূজায় আসছে জয়ের দুই গান

বিনোদন প্রতিবেদক |

image

দূর্গা পূজা উপলক্ষে সঙ্গীত শিল্পী জয়ের দুইটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছ। একটি গানের শিরোনাম ‘ভালো রাখতে তোমার মন দিলাম কিনে মুঠো ফোন’ গানের কথা সুর ও সংগীত আয়োজন করছেন মিল্টন খন্দকার। গানটির সার্বিক সহযোগিতা করেছেন সঞ্জীব। আরকটি গানের গীতিকার লক্ষন কুমার। সুর ও সংগীত আয়োজন করছেন এস কে সমীর। গানের কথা এমন ‘আজ এই বৃষ্টি আমার মনে সৃষ্টি। শিঘ্রই গান দুটি ‘আই-গ্লাস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ‘আজ এই বৃষ্টি’ গানটি প্রকাশ পাবে আগামী শুক্রবার, পরের শুক্রবার মুক্তি পাবে অপর গানটি। কণ্ঠশিল্পী জয় বলেন, মহামারী করোনাভাইরাসের সারা বিশ্বের মানুষের কাছ থেকে যেন আনন্দ কেড়ে নিয়েছে। আমরা এখন প্রযোজন ছাড়া বাহিরে যাচ্ছি না, মিলনায়তনগুলো বন্ধ কোথাও কোন অনুষ্ঠান হচ্ছে না, চায়র দোকানে ভীর নেই, আড্ডার স্থানগুলো ফাকা পড়ে আছে, বন্ধু-বান্ধবরা মিলে আগেরমতো আনন্দ আড্ডায় মেতে উঠছেনা। মানুষ এখন মানুষকে ভয় পাচ্ছে। পরস্পরের মধ্যে দূরত্ত তৈরি হচ্ছে। একটা জটিল সময় অতিবাহিত করছে সবাই। শিল্পী হিসেবে আমি একটা দায়বদ্ধতা অনুভব করি। সেটা হল এই মানুষগুলোকে আনন্দ দেওয়ার মাধ্যমে হতাশা থেক মুক্ত রাখার। এবার পূজয় মানুষ হয়ত একত্র হয়ে আগেরমতো আনন্দ কতে পারবে না। তাই ঘরে ঘরে থাকা মানুষগুলোকে বিনোদন দিতে পূজয় এই দুটি গান প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি আমার গান দুটি দর্শকদের কিছুটা হলেও আনন্দ দিতে পারবে। এর আগে তরুণ সঙ্গীতশিল্পী জয়ের একাধিক গান ইউটিউবে মুক্তি পেয়েছে এর মধ্যে সম্প্রতি সময়ে ‘দোষ’ শিরোনামের মিউজিক্যাল ড্রামা ইউটিউবে মুক্তি পেয়েছে। এছাড়া কাছাকাছি সময়ে ‘তুমি হাতটা বাড়িয়ে দিলে’ এবং ‘ক্ষমা চেয়েছি’ শিরোনামের গানগুলো আই-গ্লাস মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।