জ্বি, আমি গেঞ্জি বেচি’তে শামীম, অনিক ও কেয়া পায়েল

ইউটিউব নির্ভর দর্শকের কথা বিবেচনা করে এখন নাটক নির্মাণের একটা ধারা চলছে। ঠিক তেমনি ধারার একটি গল্পের নাটক ‘জ্বি, আমি গেঞ্জি বেচি’। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ্। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এতে একসঙ্গে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, তানজিম হাসান অনিক ও কেয়া পায়েল। শামীম ও অনিক এর আগেও বান্নাহ্’র পরিচালনায় নাটকে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম কেয়া পায়েল বান্নাহ্’র পরিচালনায় নাটকে অভিনয় করলেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শামীম বলেন, ‘জি¦, আমি গেঞ্জি বেচি নাটকটির নাম শুনেই স্বাভাবিকভাবেই দর্শক বুঝতে পারবেন গল্পটা কেমন হতে পারে। এই নাটকে আমি তুমি চরিত্রে অভিনয় করেছি। তিন বছর পর বান্নাহ্ ভাইয়ের পরিচালনায় পরপর তিনটি কাজ করেছি।’ অনিক বলেন, ‘বান্নাহ্ ভাইয়ের নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তিনি অভিনয়ের সময় অনেক স্বাধীনতা দেন। যে কারণে অভিনয় করতে কোন দ্বিধা থাকে না। আমি, শামীম ভাই, কেয়া মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।’ কেয়া পায়েল বলেন, ‘বান্নাহ্ ভাইয়ের পরিচালনায় এটা আমার প্রথম কাজ। তার নির্মিত নাটক অকে দেখেছি আমি। যে কারণে তার পরিচালনায় কাজ করার আগ্রহ আমার অনেক আগে থেকেই ছিল। এই নাটকটি নিয়ে খুব আশাবাদী আমি।’ জানা যায় নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। সাখাওয়াত মানিকের নির্দেশনায় শামীম ও কেয়া পায়েল ‘মাগো আমি বিদেশ যাব না’ নাটকে এক বছর আগে প্রথম অভিনয় করেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ , ১ রবিউল আউয়াল ১৪৪২, ০২ কার্তিক ১৪২৭

জ্বি, আমি গেঞ্জি বেচি’তে শামীম, অনিক ও কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক |

ইউটিউব নির্ভর দর্শকের কথা বিবেচনা করে এখন নাটক নির্মাণের একটা ধারা চলছে। ঠিক তেমনি ধারার একটি গল্পের নাটক ‘জ্বি, আমি গেঞ্জি বেচি’। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ্। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এতে একসঙ্গে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, তানজিম হাসান অনিক ও কেয়া পায়েল। শামীম ও অনিক এর আগেও বান্নাহ্’র পরিচালনায় নাটকে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম কেয়া পায়েল বান্নাহ্’র পরিচালনায় নাটকে অভিনয় করলেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শামীম বলেন, ‘জি¦, আমি গেঞ্জি বেচি নাটকটির নাম শুনেই স্বাভাবিকভাবেই দর্শক বুঝতে পারবেন গল্পটা কেমন হতে পারে। এই নাটকে আমি তুমি চরিত্রে অভিনয় করেছি। তিন বছর পর বান্নাহ্ ভাইয়ের পরিচালনায় পরপর তিনটি কাজ করেছি।’ অনিক বলেন, ‘বান্নাহ্ ভাইয়ের নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তিনি অভিনয়ের সময় অনেক স্বাধীনতা দেন। যে কারণে অভিনয় করতে কোন দ্বিধা থাকে না। আমি, শামীম ভাই, কেয়া মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।’ কেয়া পায়েল বলেন, ‘বান্নাহ্ ভাইয়ের পরিচালনায় এটা আমার প্রথম কাজ। তার নির্মিত নাটক অকে দেখেছি আমি। যে কারণে তার পরিচালনায় কাজ করার আগ্রহ আমার অনেক আগে থেকেই ছিল। এই নাটকটি নিয়ে খুব আশাবাদী আমি।’ জানা যায় নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। সাখাওয়াত মানিকের নির্দেশনায় শামীম ও কেয়া পায়েল ‘মাগো আমি বিদেশ যাব না’ নাটকে এক বছর আগে প্রথম অভিনয় করেন।