আইয়ুব বাচ্চুর স্মরণে গান প্রকাশ করলেন কলকাতার দেব

দুই বাংলার আইকন সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রয়াণের আজ দুই বছর হলো। ২০১৮ সালে ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আইয়ুব বাচ্চু স্মরণে গতকাল ইউটিউবে ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন কলকাতার সহজিয়া ব্যান্ডের মূল গায়ক এবং সঙ্গীত পরিচালক দেব চৌধুরী। গানের কথা, সুর ও কণ্ঠ দেব চৌধুরীর, মিউজিক ডিজাইন এবং অ্যারেঞ্জমেন্ট করেছেন রুদ্রনীল চৌধুরী, সিনেমাটোগ্রাফি করেছেন সুমন সরকার, ভিডিও এডিটিংয়ে অভিষেক প্রধান, সহযোগিতায় ছিলেন সুস্মিতা, সুতনুকা, সুপ্রতীম, অংশু এবং নিবেদনে সিনে লাইভ মিডিয়া। এই গানের সব ইন্সট্রুমেন্ট বাজিয়েছেন (গিটার, বেস গিটার, ড্রামস, কি বোর্ড) ভোকাল হারমনি এবং মিউজিক ডিজাইন করেছে রুদ্রনীল চৌধুরী। আইয়ুব বাচ্চু দুই বাংলায় এবি নামেও পরিচিত। ৯০-এর দশকে দুই বাংলাতে যাদের কৈশোর-যৌবন কেটেছে, তাদের প্রায় সবাই এবির গানের কথায়, সুরে, গিটার বাজানোতে স্বপ্ন দেখেছে, সম্মোহিত হয়েছে। ওপার বাংলার দেব তেমনই একজন। তার কথায়, ‘আইয়ুব বাচ্চু আমাদের প্রজন্মের কৈশোরের রক আইকন। একটা ভাঙা গিটার বুকে জড়িয়ে অনেক না ঘুমানো রাত তার গান নিয়ে কেটেছে।’ আইয়ুব বাচ্চু চলে যাওয়ার দিন শেষ রাতে দেব তার কৈশোরের রক আইকনকে স্মরণ করে একটা গান তৈরি করেন। ঠিক পরেরদিনই একটি টেলিভিশন চ্যানেল আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট জানিয়ে এই গানটি দেব নিজে লাইভ গেয়েছিলেন তাই আজ আইয়ুব বাচ্চুর চলে যাবার দিনে তার স্মরণে সেই গানটি ইউটিউবে রিলিজ দিলেন দেব। আইয়ুব বাচ্চুর জন্ম ১৬ আগস্ট ১৯৬২, চট্টগ্রামে। তিনি একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ, গায়ক-গীতিকার এবং গীটারবাদক ছিলেন। বাচ্চু রক ব্যান্ড এলআরবিএর গায়ক ও গীটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ , ১ রবিউল আউয়াল ১৪৪২, ০২ কার্তিক ১৪২৭

আইয়ুব বাচ্চুর স্মরণে গান প্রকাশ করলেন কলকাতার দেব

বিনোদন প্রতিবেদক |

image

দুই বাংলার আইকন সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রয়াণের আজ দুই বছর হলো। ২০১৮ সালে ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আইয়ুব বাচ্চু স্মরণে গতকাল ইউটিউবে ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন কলকাতার সহজিয়া ব্যান্ডের মূল গায়ক এবং সঙ্গীত পরিচালক দেব চৌধুরী। গানের কথা, সুর ও কণ্ঠ দেব চৌধুরীর, মিউজিক ডিজাইন এবং অ্যারেঞ্জমেন্ট করেছেন রুদ্রনীল চৌধুরী, সিনেমাটোগ্রাফি করেছেন সুমন সরকার, ভিডিও এডিটিংয়ে অভিষেক প্রধান, সহযোগিতায় ছিলেন সুস্মিতা, সুতনুকা, সুপ্রতীম, অংশু এবং নিবেদনে সিনে লাইভ মিডিয়া। এই গানের সব ইন্সট্রুমেন্ট বাজিয়েছেন (গিটার, বেস গিটার, ড্রামস, কি বোর্ড) ভোকাল হারমনি এবং মিউজিক ডিজাইন করেছে রুদ্রনীল চৌধুরী। আইয়ুব বাচ্চু দুই বাংলায় এবি নামেও পরিচিত। ৯০-এর দশকে দুই বাংলাতে যাদের কৈশোর-যৌবন কেটেছে, তাদের প্রায় সবাই এবির গানের কথায়, সুরে, গিটার বাজানোতে স্বপ্ন দেখেছে, সম্মোহিত হয়েছে। ওপার বাংলার দেব তেমনই একজন। তার কথায়, ‘আইয়ুব বাচ্চু আমাদের প্রজন্মের কৈশোরের রক আইকন। একটা ভাঙা গিটার বুকে জড়িয়ে অনেক না ঘুমানো রাত তার গান নিয়ে কেটেছে।’ আইয়ুব বাচ্চু চলে যাওয়ার দিন শেষ রাতে দেব তার কৈশোরের রক আইকনকে স্মরণ করে একটা গান তৈরি করেন। ঠিক পরেরদিনই একটি টেলিভিশন চ্যানেল আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট জানিয়ে এই গানটি দেব নিজে লাইভ গেয়েছিলেন তাই আজ আইয়ুব বাচ্চুর চলে যাবার দিনে তার স্মরণে সেই গানটি ইউটিউবে রিলিজ দিলেন দেব। আইয়ুব বাচ্চুর জন্ম ১৬ আগস্ট ১৯৬২, চট্টগ্রামে। তিনি একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ, গায়ক-গীতিকার এবং গীটারবাদক ছিলেন। বাচ্চু রক ব্যান্ড এলআরবিএর গায়ক ও গীটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।