সোমা’র ‘বাবুয়া বাবুয়া’ প্রকাশিত

গেল ১৭ অক্টোবর রাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো কাজী সোমার প্রথম মৌলিক গান ‘বাবুয়া বাবুয়া’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, সাউন্ডটেক’র কর্ণধার সুলতান মাহমুদ বাবুল, প্রখ্যাত গীতিকার আহমেদ রিজভী, প্রখ্যাত বিনোদন সাংবাদিক দুলাল খানসহ আরও অনেক গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে ‘বাবুয়া বাবুয়া’ গানটি প্রকাশিত হয় ইউটিউব চ্যানেলে। শান্তা জাহানের উপস্থাপনায় ‘বাবুয়া বাবুয়া’কে ঘিরে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে কাজী সোমাকে শুভ কামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, গীতিকার আহমেদ রিজভী, সাংবাদিক দুলাল খান, সাংবাদিক এফআই দীপু’, গীতিকার প্লাবন কোরেশী, নৃত্য পরিচালক ইউসুফ খান, সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান, বাবলি, শিল্পী, অনিক সাহানসহ আরও অনেকে। কাজী সোমা বলেন, ‘আমার প্রথম মৌলিক গানের যাত্রা শুরুর শুভক্ষণে যারা আমার পাশে ছিলেন তাদের প্রত্যেকের প্রতি আমি ঋণী। তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। যাত্রা শুরুর লগ্নে আমার সবচেয়ে বড় পাওয়া ছিল আমার মা পাশে ছিলেন, আমার পরিবার পাশে ছিলেন, শ্রদ্ধেয় সাংবাদিকরা পাশে ছিলেন যারা দিনের পর দিন আমাকে ভালোবেসে আমাকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন। পাশে ছিলেন শ্রদ্ধেয় ফরিদ ভাই, রিজভী ভাই। কিছুটা অসুস্থ থাকার পরও বাবুল ভাই এসে আমাকে আশীর্বাদ করে গেছেন এটাও অনেক বড় প্রাপ্তি ছিল। বাবুয়া বাবুয়া আমার স্বপ্নের গান। এরই মধ্যে শ্রোতা দর্শকেরা তাদের ভালোবাসায় আমাকে সিক্ত করছেন। আমার বিশ্বাস গানটি শ্রোতা দর্শককে দিনের পর দিন আরও মুগ্ধ করবে।’ ‘বাবুয়া বাবুয়া’ গানটি লিখেছেন, সুর সঙ্গীত করেছেন অনিক সাহান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাবিব রহমান। গানটিকে কাজী সোমার সঙ্গে মডেল হয়েছেন সাদমান সামির।

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ , ১ রবিউল আউয়াল ১৪৪২, ০২ কার্তিক ১৪২৭

সোমা’র ‘বাবুয়া বাবুয়া’ প্রকাশিত

বিনোদন প্রতিবেদক |

গেল ১৭ অক্টোবর রাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো কাজী সোমার প্রথম মৌলিক গান ‘বাবুয়া বাবুয়া’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, সাউন্ডটেক’র কর্ণধার সুলতান মাহমুদ বাবুল, প্রখ্যাত গীতিকার আহমেদ রিজভী, প্রখ্যাত বিনোদন সাংবাদিক দুলাল খানসহ আরও অনেক গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে ‘বাবুয়া বাবুয়া’ গানটি প্রকাশিত হয় ইউটিউব চ্যানেলে। শান্তা জাহানের উপস্থাপনায় ‘বাবুয়া বাবুয়া’কে ঘিরে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে কাজী সোমাকে শুভ কামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, গীতিকার আহমেদ রিজভী, সাংবাদিক দুলাল খান, সাংবাদিক এফআই দীপু’, গীতিকার প্লাবন কোরেশী, নৃত্য পরিচালক ইউসুফ খান, সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান, বাবলি, শিল্পী, অনিক সাহানসহ আরও অনেকে। কাজী সোমা বলেন, ‘আমার প্রথম মৌলিক গানের যাত্রা শুরুর শুভক্ষণে যারা আমার পাশে ছিলেন তাদের প্রত্যেকের প্রতি আমি ঋণী। তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। যাত্রা শুরুর লগ্নে আমার সবচেয়ে বড় পাওয়া ছিল আমার মা পাশে ছিলেন, আমার পরিবার পাশে ছিলেন, শ্রদ্ধেয় সাংবাদিকরা পাশে ছিলেন যারা দিনের পর দিন আমাকে ভালোবেসে আমাকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন। পাশে ছিলেন শ্রদ্ধেয় ফরিদ ভাই, রিজভী ভাই। কিছুটা অসুস্থ থাকার পরও বাবুল ভাই এসে আমাকে আশীর্বাদ করে গেছেন এটাও অনেক বড় প্রাপ্তি ছিল। বাবুয়া বাবুয়া আমার স্বপ্নের গান। এরই মধ্যে শ্রোতা দর্শকেরা তাদের ভালোবাসায় আমাকে সিক্ত করছেন। আমার বিশ্বাস গানটি শ্রোতা দর্শককে দিনের পর দিন আরও মুগ্ধ করবে।’ ‘বাবুয়া বাবুয়া’ গানটি লিখেছেন, সুর সঙ্গীত করেছেন অনিক সাহান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাবিব রহমান। গানটিকে কাজী সোমার সঙ্গে মডেল হয়েছেন সাদমান সামির।