আইয়ুব বাচ্চুকে নতুন গান উৎসর্গ করলেন প্রিন্স মাহমুদ

আইয়ুব বাচ্চু নতুন গান উৎসর্গ করলেন প্রিন্স মাহমুদ। তার লেখা ও সুর করা ‘আলো’ নামের এই গানটি গেয়েছেন আভাস ব্যান্ডের গায়ক তানযীর তুহীন। এর কথাগুলো এমন- চলে যাব রেখে যাব গান, এই পিছুটান কী করে ছাড়বো/ ছেলেটাকে বুকেতে জড়ায়ে গালভরে চুমু কি খেতে পারবো...।

গানটির একটি ডামি ভার্সন ফেসবুকে পোস্ট করেছেন প্রিন্স মাহমুদ। এটি প্রসঙ্গে বলেন, ‘এটা এই করোনাকালীন ভয়াবহ সময়ের উপলব্ধি। যদিও বাসায় বা ভার্চুয়াল জগতে সবাইকে অভয় দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মৃত্যুভয় সত্যি আমাকেও পেয়ে বসেছিল। সেই উপলব্ধির অনুরণনই ‘আলো’।’ এদিকে প্রিন্স মাহমুদের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন তুহীন। তিনি বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে, উনার সঙ্গে কাজ করালাম। উনার মধ্যে শিশুসুলভ একটা আচরণ আছে। এটা ভীষণ ভালো লাগে। আমি যতদূর জানি, গানটিতে নতুন করে পিয়ানো দিয়ে একটি অ্যারেঞ্জমেন্ট করবেন প্রিন্স ভাই। তারপর এটি মুক্তি পাবে।’ তিনি জানান, গত মাসে গানটির জন্য ভয়েস দিয়েছিলেন। এদিকে, আইয়ুব বাচ্চুর সঙ্গে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রিন্স মাহমুদ। তাই এই কিংবদন্তিকে হারানোর মাসেই গানটি দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি।

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ , ১ রবিউল আউয়াল ১৪৪২, ০২ কার্তিক ১৪২৭

আইয়ুব বাচ্চুকে নতুন গান উৎসর্গ করলেন প্রিন্স মাহমুদ

বিনোদন প্রতিবেদক |

image

আইয়ুব বাচ্চু নতুন গান উৎসর্গ করলেন প্রিন্স মাহমুদ। তার লেখা ও সুর করা ‘আলো’ নামের এই গানটি গেয়েছেন আভাস ব্যান্ডের গায়ক তানযীর তুহীন। এর কথাগুলো এমন- চলে যাব রেখে যাব গান, এই পিছুটান কী করে ছাড়বো/ ছেলেটাকে বুকেতে জড়ায়ে গালভরে চুমু কি খেতে পারবো...।

গানটির একটি ডামি ভার্সন ফেসবুকে পোস্ট করেছেন প্রিন্স মাহমুদ। এটি প্রসঙ্গে বলেন, ‘এটা এই করোনাকালীন ভয়াবহ সময়ের উপলব্ধি। যদিও বাসায় বা ভার্চুয়াল জগতে সবাইকে অভয় দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মৃত্যুভয় সত্যি আমাকেও পেয়ে বসেছিল। সেই উপলব্ধির অনুরণনই ‘আলো’।’ এদিকে প্রিন্স মাহমুদের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন তুহীন। তিনি বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে, উনার সঙ্গে কাজ করালাম। উনার মধ্যে শিশুসুলভ একটা আচরণ আছে। এটা ভীষণ ভালো লাগে। আমি যতদূর জানি, গানটিতে নতুন করে পিয়ানো দিয়ে একটি অ্যারেঞ্জমেন্ট করবেন প্রিন্স ভাই। তারপর এটি মুক্তি পাবে।’ তিনি জানান, গত মাসে গানটির জন্য ভয়েস দিয়েছিলেন। এদিকে, আইয়ুব বাচ্চুর সঙ্গে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রিন্স মাহমুদ। তাই এই কিংবদন্তিকে হারানোর মাসেই গানটি দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি।