দুই ভাইয়ের ‘কাবাবের হাড্ডি’

আবারও বিয়েবাড়ির গান নিয়ে হাজির হচ্ছেন নন্দিত শিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য দুই উত্তরসূরি প্রতিক হাসান ও প্রীতম হাসান। দুই ভাইয়ের যৌথ গান ‘বেয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’র সাফল্যের পর এবার আসছে দুই ভাইয়ের কন্ঠের ‘কাবাবের হাড্ডি’। রেকর্ডিং ও ভিডিও শুটিং এরমধ্যেই শেষ। নাম থেকে আভাস পাওয়া যায়, এবারের গানটিতেও থাকছে আগের দুটির রেশ। সংগীত পরিচালক প্রীতম হাসান জানান, এবারের আয়োজন আরও সমৃদ্ধ ও ব্যতিক্রম। তবে এর প্রমাণের জন্য অপেক্ষা করতে হবে ২৫ অক্টোবর নাগাদ। প্রযোজক আসিফ ইকবাল জানান, এদিন গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। এর সুপারভাইজ করেছেন আদনান আল রাজীব। আর এতে দুই ভাইয়ের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ ও শবনম ফারিয়া। সঙ্গে আরও আছেন ইউটিউবার হিট কেটো ভাই।

গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, এটা আমার সর্বশেষ ওয়েডিং সং। যেটাতে আমি পারফর্ম করলাম। এরপর আর করার ইচ্ছা নেই। এটা আমি কম্পোজ করলাম। গেয়েছেন প্রতীক ভাই। করোনায় আমরা সবাই খুব বিষাদের মধ্যে যাচ্ছি। সেখান থেকে নিজেদের বের করে আনার জন্যই মজা করে কাজটি করা।

এদিকে কাজল আরেফিন অমি অনেক নাটক পরিচালনা করলেও এবারই প্রথম মিউজিক ভিডিও পরিচালনা করলেন। অমি বলেন, আদনান আল রাজীব ভাই একদিন ফোন করে গানটি শোনালেন। শুনেই মুগ্ধ হই। ভাই বললেন, এই কাজটি করে দাও। আমি সুপারভাইজ করবো। দুটো বিষয় মিলিয়ে মনে হলো, সম্ভবত এই কাজটির জন্যই এতদিন মিউজিক ভিডিও করিনি! বিশাল আয়োজন ছিল। ৭৩ জন শিল্পী ছিলেন ইউনিটে। প্রায় দেড়শ’ লোকের ইউনিট। কাজটি করে খুব মজা পেয়েছি। টেকনো মোবাইল ও গানচিল মিউজিকের সহযোগিতায় এত বড় কাজ সুন্দরভাবে শেষ করতে পারলাম। আর আদনান ভাই তো ছাতা হিসেবে ছিলেনই। আমার ধারণা, দর্শক খুব মজা পাবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ , ৪ কার্তিক ১৪২৭, ২ রবিউল ‍আউয়াল ১৪৪২

দুই ভাইয়ের ‘কাবাবের হাড্ডি’

বিনোদন প্রতিবেদক |

image

আবারও বিয়েবাড়ির গান নিয়ে হাজির হচ্ছেন নন্দিত শিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য দুই উত্তরসূরি প্রতিক হাসান ও প্রীতম হাসান। দুই ভাইয়ের যৌথ গান ‘বেয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’র সাফল্যের পর এবার আসছে দুই ভাইয়ের কন্ঠের ‘কাবাবের হাড্ডি’। রেকর্ডিং ও ভিডিও শুটিং এরমধ্যেই শেষ। নাম থেকে আভাস পাওয়া যায়, এবারের গানটিতেও থাকছে আগের দুটির রেশ। সংগীত পরিচালক প্রীতম হাসান জানান, এবারের আয়োজন আরও সমৃদ্ধ ও ব্যতিক্রম। তবে এর প্রমাণের জন্য অপেক্ষা করতে হবে ২৫ অক্টোবর নাগাদ। প্রযোজক আসিফ ইকবাল জানান, এদিন গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। এর সুপারভাইজ করেছেন আদনান আল রাজীব। আর এতে দুই ভাইয়ের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ ও শবনম ফারিয়া। সঙ্গে আরও আছেন ইউটিউবার হিট কেটো ভাই।

গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, এটা আমার সর্বশেষ ওয়েডিং সং। যেটাতে আমি পারফর্ম করলাম। এরপর আর করার ইচ্ছা নেই। এটা আমি কম্পোজ করলাম। গেয়েছেন প্রতীক ভাই। করোনায় আমরা সবাই খুব বিষাদের মধ্যে যাচ্ছি। সেখান থেকে নিজেদের বের করে আনার জন্যই মজা করে কাজটি করা।

এদিকে কাজল আরেফিন অমি অনেক নাটক পরিচালনা করলেও এবারই প্রথম মিউজিক ভিডিও পরিচালনা করলেন। অমি বলেন, আদনান আল রাজীব ভাই একদিন ফোন করে গানটি শোনালেন। শুনেই মুগ্ধ হই। ভাই বললেন, এই কাজটি করে দাও। আমি সুপারভাইজ করবো। দুটো বিষয় মিলিয়ে মনে হলো, সম্ভবত এই কাজটির জন্যই এতদিন মিউজিক ভিডিও করিনি! বিশাল আয়োজন ছিল। ৭৩ জন শিল্পী ছিলেন ইউনিটে। প্রায় দেড়শ’ লোকের ইউনিট। কাজটি করে খুব মজা পেয়েছি। টেকনো মোবাইল ও গানচিল মিউজিকের সহযোগিতায় এত বড় কাজ সুন্দরভাবে শেষ করতে পারলাম। আর আদনান ভাই তো ছাতা হিসেবে ছিলেনই। আমার ধারণা, দর্শক খুব মজা পাবে।