সিক্যুয়াল নাটক ‘বেস্ট ফ্রেন্ড-থ্রি’তে তারা চারজন

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জোভান প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘বেস্ট ফ্রেন্ড’-এ প্রশংসিত হয়েছিল। নাটকে অভিনয় করেছিলেন জোভান, মেহজাবিন চেধুরী, আদর ও শহীদ উন নবী। নাটকটি দর্শকপ্রিয়তা পাবার পর একই ঘরানার গল্প নিয়ে প্রবীর রায় চৌধুরী নির্মাণ করেছিলেন ‘লাভ ভার্সেস ক্রাশ’ এবং ‘বেস্ট ফ্রেন্ড টু’ নাটকটি। তবে বেস্ট ফ্রেন্ড-টু’তে জোভান ছাড়া অন্যান্য শিল্পী পরিবর্তিত হয়। বেস্ট ফ্রেন্ড’র গল্পের আবহে এবার নির্মিত হলো ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’। এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, জোভান, আদর ও শহীদ উন নবী। নাটকটির গল্প রচনা করেছেন প্রবীর রায় চৌধুরী নিজেই। এরইমধ্যে রাজধানীর উত্তরা, চট্টগ্রাম’সহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ‘বেস্ট ফ্রেন্ড-থ্রি’ নাটকে কাজ করা প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, বেস্ট ফ্রেন্ড-থ্রি নাটকে আমি ফারিয়া চরিত্রে অভিনয় করেছি। এবারের পর্বটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আগের দুই পার্ট দর্শক বেশ পছন্দ করেছিলেন। তবে বেস্ট ফ্রেন্ড-থ্রি’তে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। জানা যায়, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। ‘বেস্ট ফ্রেন্ড’ এনটিভি’র ইউটিউব চ্যানেলে ৭৫ লাখের বেশি ভিউয়ার্স, ‘লাভ ভার্সেস ক্রাশ’ সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ৮৪ লাখেরও বেশি ভিউয়ার্স এবং ‘বেস্ট ফ্রেন্ড-টু’ সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ৩৪ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ , ৪ কার্তিক ১৪২৭, ২ রবিউল ‍আউয়াল ১৪৪২

সিক্যুয়াল নাটক ‘বেস্ট ফ্রেন্ড-থ্রি’তে তারা চারজন

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জোভান প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘বেস্ট ফ্রেন্ড’-এ প্রশংসিত হয়েছিল। নাটকে অভিনয় করেছিলেন জোভান, মেহজাবিন চেধুরী, আদর ও শহীদ উন নবী। নাটকটি দর্শকপ্রিয়তা পাবার পর একই ঘরানার গল্প নিয়ে প্রবীর রায় চৌধুরী নির্মাণ করেছিলেন ‘লাভ ভার্সেস ক্রাশ’ এবং ‘বেস্ট ফ্রেন্ড টু’ নাটকটি। তবে বেস্ট ফ্রেন্ড-টু’তে জোভান ছাড়া অন্যান্য শিল্পী পরিবর্তিত হয়। বেস্ট ফ্রেন্ড’র গল্পের আবহে এবার নির্মিত হলো ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’। এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, জোভান, আদর ও শহীদ উন নবী। নাটকটির গল্প রচনা করেছেন প্রবীর রায় চৌধুরী নিজেই। এরইমধ্যে রাজধানীর উত্তরা, চট্টগ্রাম’সহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ‘বেস্ট ফ্রেন্ড-থ্রি’ নাটকে কাজ করা প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, বেস্ট ফ্রেন্ড-থ্রি নাটকে আমি ফারিয়া চরিত্রে অভিনয় করেছি। এবারের পর্বটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আগের দুই পার্ট দর্শক বেশ পছন্দ করেছিলেন। তবে বেস্ট ফ্রেন্ড-থ্রি’তে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। জানা যায়, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। ‘বেস্ট ফ্রেন্ড’ এনটিভি’র ইউটিউব চ্যানেলে ৭৫ লাখের বেশি ভিউয়ার্স, ‘লাভ ভার্সেস ক্রাশ’ সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ৮৪ লাখেরও বেশি ভিউয়ার্স এবং ‘বেস্ট ফ্রেন্ড-টু’ সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ৩৪ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।