সুস্থ হয়েই শুটিংয়ে পূর্ণিমার সঙ্গে ফেরদৌস

‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু হবার পরেরদিনই পূর্ণিমার অসুস্থ হয়েযান এবং পরবর্তীতে একদিন পর আবারও ১৯ অক্টোবর শুটিং-এ ফিরেন। ১৭ অক্টোবর থেকে রাজধানীর বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সেট ফেলে ‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু হয়। প্রথমদিন পূর্ণিমা-ফেরদৌস শুটিং-এ অংশ নিলেও। পরেরদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। একদিন বাসাতে বিশ্রামে নিয়ে আবারও ১৯ অক্টোবর থেকে শুটিং-এ অংশ নেন পূর্ণিমা। গতকাল বিকেলের শিফট-এ শুটিং-এ অংশ নিয়ে ঢাকার অংশে পূর্ণিমা তার কাজ শেষ করার কথা রয়েছে। আবারও ‘গাঙচিল’র কাজ শুরু করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে বেশ ভালো আছি, সুস্থ আছি। তবে শরীরটা একটু দুর্বল। তারপরও পুরো ইউনিটের কথা ভেবেই পরেরদিনই শুটিং-এ অংশ নিয়েছি। আমার জন্য একটি পুরো ইউনিট আটকে থাকবে এটা হওয়াটা একদমই ঠিক নয়। যে কারণে একদিন বিশ্রামে থেকে নিজের যতœ নিয়ে আবার শুটিং-এ ফিরেছি। ধন্যবাদ আমার সহশিল্পী আমার বন্ধু ফেরদৌসকে আমাকে সবসময় সাহস দেবার জন্য, অনুপ্রেরণা দেবার জন্য। ধন্যবাদ নঈম ইমতিয়াজ নেয়ামুল’সহ গাঙচিল’র পুরো ইউনিটকে।’ দীর্ঘদিন পর আবারও শুটিং-এ ফেরা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন পর আবারও শুটিং-এ ফিরে মনে হলো যেন নিজের আপন ভুবনেই ফিরেছি। মনে হলো ঘরের ছেলে ঘরে ফিরেছে। আমরা সবাই বেশ সচেতনভাবেই কাজটি করার চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি মেনেই কাজটি করছি। কিন্তু তারপরও মনে হচ্ছে কোথায় যেন স্বতঃস্ফূর্ততার অভাব।’ জানা যায় আগামীকাল পর্যন্ত বিএফডিসিতে ‘গাঙচিল’র কাজ হবে। গাঙচিল’ সিনেমাটি ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মাণ করছেন এক কাপ চা’খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। পূর্ণিমা ও আরিফিন শুভকে নিয়ে নেয়ামুল ‘জ্যাম’ নামেরও একটি সিনেমা নির্মাণ করেছেন। এটি প্রযোজনা করছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী চলচ্চিত্র’।

বুধবার, ২১ অক্টোবর ২০২০ , ৫ কার্তিক ১৪২৭, ৩ রবিউল ‍আউয়াল ১৪৪২

সুস্থ হয়েই শুটিংয়ে পূর্ণিমার সঙ্গে ফেরদৌস

বিনোদন প্রতিবেদক |

image

‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু হবার পরেরদিনই পূর্ণিমার অসুস্থ হয়েযান এবং পরবর্তীতে একদিন পর আবারও ১৯ অক্টোবর শুটিং-এ ফিরেন। ১৭ অক্টোবর থেকে রাজধানীর বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সেট ফেলে ‘গাঙচিল’ সিনেমার শুটিং শুরু হয়। প্রথমদিন পূর্ণিমা-ফেরদৌস শুটিং-এ অংশ নিলেও। পরেরদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। একদিন বাসাতে বিশ্রামে নিয়ে আবারও ১৯ অক্টোবর থেকে শুটিং-এ অংশ নেন পূর্ণিমা। গতকাল বিকেলের শিফট-এ শুটিং-এ অংশ নিয়ে ঢাকার অংশে পূর্ণিমা তার কাজ শেষ করার কথা রয়েছে। আবারও ‘গাঙচিল’র কাজ শুরু করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে বেশ ভালো আছি, সুস্থ আছি। তবে শরীরটা একটু দুর্বল। তারপরও পুরো ইউনিটের কথা ভেবেই পরেরদিনই শুটিং-এ অংশ নিয়েছি। আমার জন্য একটি পুরো ইউনিট আটকে থাকবে এটা হওয়াটা একদমই ঠিক নয়। যে কারণে একদিন বিশ্রামে থেকে নিজের যতœ নিয়ে আবার শুটিং-এ ফিরেছি। ধন্যবাদ আমার সহশিল্পী আমার বন্ধু ফেরদৌসকে আমাকে সবসময় সাহস দেবার জন্য, অনুপ্রেরণা দেবার জন্য। ধন্যবাদ নঈম ইমতিয়াজ নেয়ামুল’সহ গাঙচিল’র পুরো ইউনিটকে।’ দীর্ঘদিন পর আবারও শুটিং-এ ফেরা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন পর আবারও শুটিং-এ ফিরে মনে হলো যেন নিজের আপন ভুবনেই ফিরেছি। মনে হলো ঘরের ছেলে ঘরে ফিরেছে। আমরা সবাই বেশ সচেতনভাবেই কাজটি করার চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি মেনেই কাজটি করছি। কিন্তু তারপরও মনে হচ্ছে কোথায় যেন স্বতঃস্ফূর্ততার অভাব।’ জানা যায় আগামীকাল পর্যন্ত বিএফডিসিতে ‘গাঙচিল’র কাজ হবে। গাঙচিল’ সিনেমাটি ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মাণ করছেন এক কাপ চা’খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। পূর্ণিমা ও আরিফিন শুভকে নিয়ে নেয়ামুল ‘জ্যাম’ নামেরও একটি সিনেমা নির্মাণ করেছেন। এটি প্রযোজনা করছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী চলচ্চিত্র’।