মঞ্চে আবার ‘কনডেমড সেল’

অনন্ত হিরার রচনা এবং আউয়াল রেজার নির্দেশনায় প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘কনডেমড সেল’ নাটকটি মঞ্চে আসার শুরু থেকেই দর্শকের কাছে প্রশংসিত হচ্ছে। করোনার কারণে দীর্ঘদিন হলো নাটকটির মঞ্চায়ন বন্ধ। এদিকে গত মাস থেকে বেসরকারি পর্যায়ে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে সীমিত আকারে নাটক মঞ্চায়ন শুরু হয়েছে। ২৩ অক্টোবর থেকে শিল্পকলা একাডেমিও তাদের হল খুলে দিচ্ছে। তাই প্রাঙ্গণেমোর ৩০ অক্টোবর দলের ‘কনডেমড সেল’ নাটকটি মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছে। ওনদিন সন্ধ্যায় মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হবে। নির্দেশক আউয়াল রেজা জানিয়েছেন, ‘কনডেমড সেল’ নাটকে ঘটনাপ্রবাহ এবং সব চরিত্র কাল্পনিক। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পূর্বে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তোলে তারই কিছু খ-চিত্র নিয়ে নাটকের গল্প তৈরি হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, সবুক্তগীন, জাহিদুল ইসলাম, শুভেচ্ছা রহমান, নূপুর, সোহাগ রহমান প্রমুখ।

বুধবার, ২১ অক্টোবর ২০২০ , ৫ কার্তিক ১৪২৭, ৩ রবিউল ‍আউয়াল ১৪৪২

মঞ্চে আবার ‘কনডেমড সেল’

বিনোদন প্রতিবেদক |

image

অনন্ত হিরার রচনা এবং আউয়াল রেজার নির্দেশনায় প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘কনডেমড সেল’ নাটকটি মঞ্চে আসার শুরু থেকেই দর্শকের কাছে প্রশংসিত হচ্ছে। করোনার কারণে দীর্ঘদিন হলো নাটকটির মঞ্চায়ন বন্ধ। এদিকে গত মাস থেকে বেসরকারি পর্যায়ে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে সীমিত আকারে নাটক মঞ্চায়ন শুরু হয়েছে। ২৩ অক্টোবর থেকে শিল্পকলা একাডেমিও তাদের হল খুলে দিচ্ছে। তাই প্রাঙ্গণেমোর ৩০ অক্টোবর দলের ‘কনডেমড সেল’ নাটকটি মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছে। ওনদিন সন্ধ্যায় মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হবে। নির্দেশক আউয়াল রেজা জানিয়েছেন, ‘কনডেমড সেল’ নাটকে ঘটনাপ্রবাহ এবং সব চরিত্র কাল্পনিক। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পূর্বে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তোলে তারই কিছু খ-চিত্র নিয়ে নাটকের গল্প তৈরি হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, সবুক্তগীন, জাহিদুল ইসলাম, শুভেচ্ছা রহমান, নূপুর, সোহাগ রহমান প্রমুখ।