দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেল ‘দুর্গা মা’ গান

দুর্গাপূজা উপলক্ষে ‘দুর্গা মা’ শিরোনামে গান প্রকাশ পেল ‘পিপিআর মিউজিক’ ইউটিউব চ্যানেল। গানটির কথা, সুর, সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সঙ্গীতায়োজন করেছেন রূপন চৌধুরী ও পার্থ প্রতীম রায়। গানটিতে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রকে সহকারী বাদ্যযন্ত্র হিসেবে রেখে, মূল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে দেশজ বাদ্যযন্ত্র এবং তার সবই একুষ্টিক (লাইভ) রেকর্ড করা হয়েছে। যেমন: ঢোল, ঢাক, এসরাজ, পাখোয়াজ, সান্তোর, সানাই, করতাল, মন্দিরা, ট্রেম্বরিন, শঙ্খ ইত্যাদি। জিরো বাজেটে নির্মিত এই ভিডিওটির সুটিং চলাকালে মুসলধারে বৃষ্টির মুখোমুখি হতে হয়। নির্মাতা প্রতিষ্ঠান ঞওজঞঐঙক (তির্থক) এর নির্মিত প্রথম মিউজিক ভিডিও এটি। যার পরিকল্পনা, পান্ডুলিপি এবং পরিচালনা করেছেন তির্থক আহসান রুবেল। ক্যামেরায় ছিলেন তারেক বাবু। সম্পাদনা করেছেন হাসান মাহাদী।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ , ৬ কার্তিক ১৪২৭, ৪ রবিউল ‍আউয়াল ১৪৪২

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেল ‘দুর্গা মা’ গান

বিনোদন প্রতিবেদক |

image

দুর্গাপূজা উপলক্ষে ‘দুর্গা মা’ শিরোনামে গান প্রকাশ পেল ‘পিপিআর মিউজিক’ ইউটিউব চ্যানেল। গানটির কথা, সুর, সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সঙ্গীতায়োজন করেছেন রূপন চৌধুরী ও পার্থ প্রতীম রায়। গানটিতে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রকে সহকারী বাদ্যযন্ত্র হিসেবে রেখে, মূল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে দেশজ বাদ্যযন্ত্র এবং তার সবই একুষ্টিক (লাইভ) রেকর্ড করা হয়েছে। যেমন: ঢোল, ঢাক, এসরাজ, পাখোয়াজ, সান্তোর, সানাই, করতাল, মন্দিরা, ট্রেম্বরিন, শঙ্খ ইত্যাদি। জিরো বাজেটে নির্মিত এই ভিডিওটির সুটিং চলাকালে মুসলধারে বৃষ্টির মুখোমুখি হতে হয়। নির্মাতা প্রতিষ্ঠান ঞওজঞঐঙক (তির্থক) এর নির্মিত প্রথম মিউজিক ভিডিও এটি। যার পরিকল্পনা, পান্ডুলিপি এবং পরিচালনা করেছেন তির্থক আহসান রুবেল। ক্যামেরায় ছিলেন তারেক বাবু। সম্পাদনা করেছেন হাসান মাহাদী।