‘যুগলবন্দি’ উদ্বোধন করবেন ওমর সানী ও মৌসুমী

আজ বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাজধানীর ধানমন্ডির রোড-৬-এ অবস্থিত গ্যালারি চিত্রকে শুরু হতে যাচ্ছে দেশের কিংবদন্তি ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ও তার সহধর্মিণী রায়না মাহমুদের ‘যুগলবন্দি’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশের সিনেমার সফল তারকা দম্পতি ওমরসানী ও প্রিয়দর্শিনী মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানী মৌসুমী দুজনেই। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এই ধরনের চিত্রপ্রদর্শনীতে আমার কখনোই আমার কিংবা মৌসুমীর অতিথি হিসেবে থাকার সুযোগ হয়ে উঠেনি। চঞ্চল ভাইয়ের মতো কিংবদন্তি একজন ফটোগ্রাফারের চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি সত্যিই আমার জন্য অনেক বড় সারপ্রাইজ।’ মৌসুমী বলেন, ‘চঞ্চল ভাই যেদিন আমাকে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলেন সেদিনই আমি সম্মতি জানাই। চঞ্চল ভাই আমার গুরুজন। তার ক্যামেরার

ফ্রেমেই আমি নিজেকে প্রথম বন্দি করি। সেই স্মৃতি এখনও আমার চোখে উজ্জ্বল। তার এমন একটি অনুষ্ঠানে আমি এবং সানী উপস্থিত থাকতে পারব, এটা সত্যিই ভীষণ ভালো লাগার।’ চঞ্চল মাহমুদ বলেন, ‘আমার হাত ধরে মিডিয়াতে অনেকেই এসেছেন। সবাই ভুলে গেছেন আমাকে, কেউ মনে রাখেননি। শুধু মৌসুমী এবং তার স্বামী সানীই আমাকে, আমাদের মনে রেখেছেন। গেল একটি বছর যে বিপদের মধ্যদিয়ে আমরা সময় পার করেছি তাতে কাউকেই পাশে পাইনি, পেয়েছি তাদের দুজনকে। আল্লাহ তাদের সুস্থ রাখুন ভালো রাখুন।’ চঞ্চল মাহমুদ জানান আগামী ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। চঞ্চল মাহমুদ জানান, প্রদর্শনী’তে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত তার এবং তার স্ত্রীর মোট ৭০টি ছবি স্থান পাবে। শুধু প্রিয়দর্শিনীর মৌসুমীর তিনটি ছবি একই ফ্রেমে স্থান পাবে, তবে এই ফ্রেমটি বিক্রয়ের জন্য নহে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ , ৭ কার্তিক ১৪২৭, ৫ রবিউল ‍আউয়াল ১৪৪২

‘যুগলবন্দি’ উদ্বোধন করবেন ওমর সানী ও মৌসুমী

বিনোদন প্রতিবেদক |

image

আজ বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাজধানীর ধানমন্ডির রোড-৬-এ অবস্থিত গ্যালারি চিত্রকে শুরু হতে যাচ্ছে দেশের কিংবদন্তি ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ও তার সহধর্মিণী রায়না মাহমুদের ‘যুগলবন্দি’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশের সিনেমার সফল তারকা দম্পতি ওমরসানী ও প্রিয়দর্শিনী মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানী মৌসুমী দুজনেই। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এই ধরনের চিত্রপ্রদর্শনীতে আমার কখনোই আমার কিংবা মৌসুমীর অতিথি হিসেবে থাকার সুযোগ হয়ে উঠেনি। চঞ্চল ভাইয়ের মতো কিংবদন্তি একজন ফটোগ্রাফারের চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি সত্যিই আমার জন্য অনেক বড় সারপ্রাইজ।’ মৌসুমী বলেন, ‘চঞ্চল ভাই যেদিন আমাকে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলেন সেদিনই আমি সম্মতি জানাই। চঞ্চল ভাই আমার গুরুজন। তার ক্যামেরার

ফ্রেমেই আমি নিজেকে প্রথম বন্দি করি। সেই স্মৃতি এখনও আমার চোখে উজ্জ্বল। তার এমন একটি অনুষ্ঠানে আমি এবং সানী উপস্থিত থাকতে পারব, এটা সত্যিই ভীষণ ভালো লাগার।’ চঞ্চল মাহমুদ বলেন, ‘আমার হাত ধরে মিডিয়াতে অনেকেই এসেছেন। সবাই ভুলে গেছেন আমাকে, কেউ মনে রাখেননি। শুধু মৌসুমী এবং তার স্বামী সানীই আমাকে, আমাদের মনে রেখেছেন। গেল একটি বছর যে বিপদের মধ্যদিয়ে আমরা সময় পার করেছি তাতে কাউকেই পাশে পাইনি, পেয়েছি তাদের দুজনকে। আল্লাহ তাদের সুস্থ রাখুন ভালো রাখুন।’ চঞ্চল মাহমুদ জানান আগামী ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। চঞ্চল মাহমুদ জানান, প্রদর্শনী’তে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত তার এবং তার স্ত্রীর মোট ৭০টি ছবি স্থান পাবে। শুধু প্রিয়দর্শিনীর মৌসুমীর তিনটি ছবি একই ফ্রেমে স্থান পাবে, তবে এই ফ্রেমটি বিক্রয়ের জন্য নহে।