নির্মিত হলো নাটক ‘মায়ার জালে’

নির্মিত হলো নাটক ‘মায়ার জালে’। স্নেহাশিস ঘোষের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শর্মিলা আহম্মেদ, কেয়া পায়েল, সুজন হাবিব, একে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রেজা শাহীনসহ আরও অনেকে।

নাটক প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, নাটকের গল্পটি এক কথায় অসাধারণ। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি তিনি অনেক হেল্পফুল। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে। নাটকে গল্পে দেখা যাবে, সহজ-সরল একজন মানুষ জামিল। গ্রামে ছোটোখাটো একটা ব্যবসা আছে। আয় রোজগার ভালোই। মাকে নিয়েই জামিলের সংসার। মা চাইলেও জামিল বিয়ে করতে রাজি হয় না। একটা সময় মায়ের অসুবিধার কথা চিন্তা করে জামিল রাজি হয় বিয়েতে।

সেই বন্ধুত্ব মায়ার অজান্তেই পরিণত হয় ভালোবাসার সম্পর্কে। এমনই গল্পে ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সম্প্রতি।

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ , ৮ কার্তিক ১৪২৭, ৬ রবিউল ‍আউয়াল ১৪৪২

নির্মিত হলো নাটক ‘মায়ার জালে’

বিনোদন প্রতিবেদক |

image

নির্মিত হলো নাটক ‘মায়ার জালে’। স্নেহাশিস ঘোষের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শর্মিলা আহম্মেদ, কেয়া পায়েল, সুজন হাবিব, একে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রেজা শাহীনসহ আরও অনেকে।

নাটক প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, নাটকের গল্পটি এক কথায় অসাধারণ। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি তিনি অনেক হেল্পফুল। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে। নাটকে গল্পে দেখা যাবে, সহজ-সরল একজন মানুষ জামিল। গ্রামে ছোটোখাটো একটা ব্যবসা আছে। আয় রোজগার ভালোই। মাকে নিয়েই জামিলের সংসার। মা চাইলেও জামিল বিয়ে করতে রাজি হয় না। একটা সময় মায়ের অসুবিধার কথা চিন্তা করে জামিল রাজি হয় বিয়েতে।

সেই বন্ধুত্ব মায়ার অজান্তেই পরিণত হয় ভালোবাসার সম্পর্কে। এমনই গল্পে ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সম্প্রতি।