ফাইজারের টিকায় এলার্জি প্রতিক্রিয়া স্বাভাবিকের তুলনায় বেশি

ফাইজারের উদ্ভাবিত কোভিড-১৯ টিকার এলার্জি প্রতিক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ন্যাশনাল হেলথ ইন্সটিটিউটের মধ্যে এলার্জিজনিত সমস্যায় আছেন এমন মানুষদের মধ্যে নতুন করে পরীক্ষণ চালানোর বিষয়ে আলোচনা চলছে। সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোভিড-১৯ বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, ফাইজারের টিকায় এলার্জির প্রতিক্রিয়া নিয়ে যেমন ভাবা হয়েছিল তার চেয়েও অনেক বেশি দেখা গেছে।

এ বিষয়ে অপারেশন র?্যাপ স্পিডের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মনসেফ সøাউয়ি বলেন, সম্প্রতি অন্যান্য টিকার তুলনায় ফাইজারের টিকায় এলার্জিক প্রতিক্রিয়া অনেক বেশি মাত্রায় দেখা গেছে।

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা প্রদান শুরুর একদিন পর যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা একটি সতর্কতা জারি করেছে। এ সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে, যাদের গুরুতর বা উল্লেখযোগ্য অ্যালার্জি রয়েছে তাদের ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণ করা উচিত হবে না। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মী এ টিকা গ্রহণের পর তাদের শরীরে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে।

এলার্জি রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে করোনা টিকা দেয়ার বিষয়ে নির্দেশিকা জারি করছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

গাইডলাইনে বলা হয়েছেÑ টিকার প্রথম ডোজ দেয়ার পর যাদের এলার্জির গুরুতর প্রতিক্রিয়া হবে, দ্বিতীয় ডোজ নেয়া উচিত হবে না তাদের। যেসব টিকার ক্ষেত্রে এলার্জির প্রতিক্রিয়ার রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেগুলোর ওপর নজরদারি চালাচ্ছে সিডিসি।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ফাইজারের প্রস্তুতকৃত টিকা সংগ্রহে নতুন চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ফাইজারের কাছ থেকে ১০ কোটি কোভিড টিকার ডোজ সংগ্রহ করবে।

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ , ১০ অগ্রহায়ণ ১৪২৭, ১০ রবিউস সানি ১৪৪২

ফাইজারের টিকায় এলার্জি প্রতিক্রিয়া স্বাভাবিকের তুলনায় বেশি

ফাইজারের উদ্ভাবিত কোভিড-১৯ টিকার এলার্জি প্রতিক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ন্যাশনাল হেলথ ইন্সটিটিউটের মধ্যে এলার্জিজনিত সমস্যায় আছেন এমন মানুষদের মধ্যে নতুন করে পরীক্ষণ চালানোর বিষয়ে আলোচনা চলছে। সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোভিড-১৯ বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, ফাইজারের টিকায় এলার্জির প্রতিক্রিয়া নিয়ে যেমন ভাবা হয়েছিল তার চেয়েও অনেক বেশি দেখা গেছে।

এ বিষয়ে অপারেশন র?্যাপ স্পিডের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মনসেফ সøাউয়ি বলেন, সম্প্রতি অন্যান্য টিকার তুলনায় ফাইজারের টিকায় এলার্জিক প্রতিক্রিয়া অনেক বেশি মাত্রায় দেখা গেছে।

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা প্রদান শুরুর একদিন পর যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা একটি সতর্কতা জারি করেছে। এ সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে, যাদের গুরুতর বা উল্লেখযোগ্য অ্যালার্জি রয়েছে তাদের ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণ করা উচিত হবে না। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মী এ টিকা গ্রহণের পর তাদের শরীরে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে।

এলার্জি রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে করোনা টিকা দেয়ার বিষয়ে নির্দেশিকা জারি করছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

গাইডলাইনে বলা হয়েছেÑ টিকার প্রথম ডোজ দেয়ার পর যাদের এলার্জির গুরুতর প্রতিক্রিয়া হবে, দ্বিতীয় ডোজ নেয়া উচিত হবে না তাদের। যেসব টিকার ক্ষেত্রে এলার্জির প্রতিক্রিয়ার রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেগুলোর ওপর নজরদারি চালাচ্ছে সিডিসি।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ফাইজারের প্রস্তুতকৃত টিকা সংগ্রহে নতুন চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ফাইজারের কাছ থেকে ১০ কোটি কোভিড টিকার ডোজ সংগ্রহ করবে।