সিনেমা এবং নাটকে ব্যস্ত মম

তৌকীর আহমেদ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর তার সিনেমায় আবার মমকে কাস্ট করেছেন। তিনি নির্মাণ করছেন ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। এতে মম অভিনয় করছেন আইরিন চরিত্রে। এ সিনেমার শুটিংয়ের কাজ শুরু করেন মম ১১ ডিসেম্বর থেকে। টানা এক সপ্তাহ এ সিনেমার কাজ শেষে মম বিরতি নিয়েছিলেন। কারণ ২০ ডিসেম্বর ছিল তার জন্মদিন। এবার জন্মদিন করোনাকালীন সময়ে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই উদযাপন করেন মম। ইচ্ছে থাকলেও কোন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন মম। জন্মদিনের পর তিনি তপু খানের আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক সময়ের গল্প’র (পর্ব নাম ভুল পথ, রচনা রাহুল রাজু) একটি পর্বের শুটিংয়ে অংশ নেন। আর এর পরপরই তিনি আবারো চলে যান গাজীপুরে নক্ষত্রবাড়ি’ রিসোর্টে। সেখানে তিনি এখন ব্যস্ত স্ফুলিঙ্গ সিনেমার কাজ করা নিয়ে। গতকাল দিনব্যাপী নক্ষত্রবাড়ি এবং রাতে রাজধানীর সালনাতে অবস্থিত কৃষি বিশ^বিদ্যালয়ে ‘স্ফুলিঙ্গ’র দৃশ্য ধারণে অংশ নেন মম। আগামী বছরের ২ জানুয়ারি পর্যন্ত ‘স্ফুলিঙ্গ’র কাজেই ব্যস্ত থাকবেন মম। জাকিয়া বারী মম বলেন, ‘এবারের জন্মদিন করোনার মধ্যেও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই কেটেছে। অনেক অনেক মানুষের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছি। অনেকের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। প্রিয় প্রিয় মানুষেরা ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। অনেক ভালো লেগেছে। দীর্ঘ ১৩ বছর পরও তৌকীর ভাইয়ের নির্দেশনায় কাজ করতে গিয়ে এখনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভয় পাচ্ছি। এটা বলতেই হয় যে তৌকীর ভাই নিঃসন্দেহে এই সময়ের অন্যতম মেধাবী একজন পরিচালক। বাংলাদেশের সিনেমাকে বিশে^র দরবারে পৌঁছে দিচ্ছেন তিনি। স্ফুলিঙ্গতে আইরিন চরিত্রটি আমার মনে গেঁথে আছে। গল্পটার জার্নির মধ্যদিয়ে আইরিনকে যথাযথভাবেই তুলে ধরার প্রাণপণ চেষ্টা করছি আমি।’

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ১৩ পৌষ ১৪২৭, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২

সিনেমা এবং নাটকে ব্যস্ত মম

বিনোদন প্রতিবেদক |

image

তৌকীর আহমেদ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর তার সিনেমায় আবার মমকে কাস্ট করেছেন। তিনি নির্মাণ করছেন ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। এতে মম অভিনয় করছেন আইরিন চরিত্রে। এ সিনেমার শুটিংয়ের কাজ শুরু করেন মম ১১ ডিসেম্বর থেকে। টানা এক সপ্তাহ এ সিনেমার কাজ শেষে মম বিরতি নিয়েছিলেন। কারণ ২০ ডিসেম্বর ছিল তার জন্মদিন। এবার জন্মদিন করোনাকালীন সময়ে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই উদযাপন করেন মম। ইচ্ছে থাকলেও কোন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন মম। জন্মদিনের পর তিনি তপু খানের আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক সময়ের গল্প’র (পর্ব নাম ভুল পথ, রচনা রাহুল রাজু) একটি পর্বের শুটিংয়ে অংশ নেন। আর এর পরপরই তিনি আবারো চলে যান গাজীপুরে নক্ষত্রবাড়ি’ রিসোর্টে। সেখানে তিনি এখন ব্যস্ত স্ফুলিঙ্গ সিনেমার কাজ করা নিয়ে। গতকাল দিনব্যাপী নক্ষত্রবাড়ি এবং রাতে রাজধানীর সালনাতে অবস্থিত কৃষি বিশ^বিদ্যালয়ে ‘স্ফুলিঙ্গ’র দৃশ্য ধারণে অংশ নেন মম। আগামী বছরের ২ জানুয়ারি পর্যন্ত ‘স্ফুলিঙ্গ’র কাজেই ব্যস্ত থাকবেন মম। জাকিয়া বারী মম বলেন, ‘এবারের জন্মদিন করোনার মধ্যেও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই কেটেছে। অনেক অনেক মানুষের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছি। অনেকের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। প্রিয় প্রিয় মানুষেরা ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। অনেক ভালো লেগেছে। দীর্ঘ ১৩ বছর পরও তৌকীর ভাইয়ের নির্দেশনায় কাজ করতে গিয়ে এখনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভয় পাচ্ছি। এটা বলতেই হয় যে তৌকীর ভাই নিঃসন্দেহে এই সময়ের অন্যতম মেধাবী একজন পরিচালক। বাংলাদেশের সিনেমাকে বিশে^র দরবারে পৌঁছে দিচ্ছেন তিনি। স্ফুলিঙ্গতে আইরিন চরিত্রটি আমার মনে গেঁথে আছে। গল্পটার জার্নির মধ্যদিয়ে আইরিনকে যথাযথভাবেই তুলে ধরার প্রাণপণ চেষ্টা করছি আমি।’