স্টারপ্লাস কমিউনিকেশনের বিজয় পদক পেলেন অভি

বিগত দুই দশক ধরে বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক অভি মঈনুদ্দীনকে ‘বিজয় পদক’-এ ভূষিত করেছে স্টারপ্লাস কমিউনিকেশন। বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ এবং বিজয় দিবস উপলক্ষে গত ২৬ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে আয়োজিত ‘স্টারপ্লাস কমিউনিকেশন বিজয় পদক-২০২০’ অনুষ্ঠানে অভি মঈনুদ্দীনের হাতে ‘বিজয় পদক’ সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ‘বিজয় পদক’ প্রাপ্তি প্রসঙ্গে অভি মঈনুদ্দীন বলেন, আমার সাংবাদিকতা জীবনের চলার পথে বিজয় পদক প্রাপ্তি সত্যিই অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার মেধা, শ্রম এবং আমার কাজকে মূল্যায়ন করে যারা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পদার্পণে আমাকে এমন সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অভি মঈনুদ্দীন চলতি বছরের শুরুতে শ্রেষ্ঠ বিনোদন সাংবাদিক হিসেবে ‘ট্র্যাব’ অ্যাওয়ার্ড লাভ করেন। মাদার ফাউন্ডেশন গোল্ড মেডেল, স্বাধীনতা সংসদ পদক, বাবিসাস পদক, শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামসহ ১৮ বারেরও বেশি শ্রেষ্ঠ বিনোদন সাংবাদিক হিসেবে ভূষিত হয়েছেন। সুনামগঞ্জের মধ্যনগর বাজারের গিয়াস উদ্দিন আহমেদ ও রুশেদা পারভীনের তৃতীয় সন্তান অভি মঈনুদ্দীন। মধ্যনগর প্রাইমারি স্কুল, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এবং পরে সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি, এইচএসসি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ , ১৩ পৌষ ১৪২৭, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২

স্টারপ্লাস কমিউনিকেশনের বিজয় পদক পেলেন অভি

বিনোদন প্রতিবেদক |

image

বিগত দুই দশক ধরে বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক অভি মঈনুদ্দীনকে ‘বিজয় পদক’-এ ভূষিত করেছে স্টারপ্লাস কমিউনিকেশন। বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ এবং বিজয় দিবস উপলক্ষে গত ২৬ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে আয়োজিত ‘স্টারপ্লাস কমিউনিকেশন বিজয় পদক-২০২০’ অনুষ্ঠানে অভি মঈনুদ্দীনের হাতে ‘বিজয় পদক’ সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ‘বিজয় পদক’ প্রাপ্তি প্রসঙ্গে অভি মঈনুদ্দীন বলেন, আমার সাংবাদিকতা জীবনের চলার পথে বিজয় পদক প্রাপ্তি সত্যিই অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার মেধা, শ্রম এবং আমার কাজকে মূল্যায়ন করে যারা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পদার্পণে আমাকে এমন সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অভি মঈনুদ্দীন চলতি বছরের শুরুতে শ্রেষ্ঠ বিনোদন সাংবাদিক হিসেবে ‘ট্র্যাব’ অ্যাওয়ার্ড লাভ করেন। মাদার ফাউন্ডেশন গোল্ড মেডেল, স্বাধীনতা সংসদ পদক, বাবিসাস পদক, শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামসহ ১৮ বারেরও বেশি শ্রেষ্ঠ বিনোদন সাংবাদিক হিসেবে ভূষিত হয়েছেন। সুনামগঞ্জের মধ্যনগর বাজারের গিয়াস উদ্দিন আহমেদ ও রুশেদা পারভীনের তৃতীয় সন্তান অভি মঈনুদ্দীন। মধ্যনগর প্রাইমারি স্কুল, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এবং পরে সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি, এইচএসসি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।