শাহজালাল বিমানবন্দরে আরও একটি জিপি বোমা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে আরও একটি জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার হয়েছে। গতকাল পাইলিং কাজ করার সময় ২৫০ কেজি ওজনের এ বোমাটি উদ্ধার করা হয়। পরে এটি নিস্ক্রিয় করে বোমা নিস্ক্রিয়কারী টিম। এর আগেও ৩টি জিপি বোমা উদ্ধার হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে পাইলিংয়ের সময় গতকাল আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল বোমাটি নিস্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বোমা বিশেষজ্ঞরা বলছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্বের বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। কোন কারণে বোমাটি বিস্ফোরিত না হয়ে মাটির নিচে চাপা পড়েছিল। পুরো এলাকায় আরও জিপি বোমা মাটির নিচে থাকতে পারে। এ জন্য সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

শাহজালাল বিমানবন্দরে আরও একটি জিপি বোমা উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে আরও একটি জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার হয়েছে। গতকাল পাইলিং কাজ করার সময় ২৫০ কেজি ওজনের এ বোমাটি উদ্ধার করা হয়। পরে এটি নিস্ক্রিয় করে বোমা নিস্ক্রিয়কারী টিম। এর আগেও ৩টি জিপি বোমা উদ্ধার হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে পাইলিংয়ের সময় গতকাল আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল বোমাটি নিস্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বোমা বিশেষজ্ঞরা বলছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্বের বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। কোন কারণে বোমাটি বিস্ফোরিত না হয়ে মাটির নিচে চাপা পড়েছিল। পুরো এলাকায় আরও জিপি বোমা মাটির নিচে থাকতে পারে। এ জন্য সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।