সিলেটে বিআরটিসি কাউন্টার ভাঙচুর লুটপাট উত্তেজনা

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় বিআরটিসি বাসের কাউন্টার ভাঙচুর করেছে শ্রমিক। হামলাকারীরা হবিগঞ্জ বাস মালিক সংগঠনের শ্রমিকরা। গত রোববার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ সময় হামলাকারীরা বিআরটিসির ম্যানেজার জুলফিকার আলীকে মারধর করে কাউন্টার থেকে ল্যাপটপ ও সাড়ে ১২ হাজার, ১টি আইফোন মোবাইল নিয়ে যায়। বিআরটিসি বাসের কাউন্টার ভাঙচুর, লুটপাট করা হলেও বাস চলাচল অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিসি বাস কাউন্টারের কন্ট্রাকটার জুমেল আহমদ। তিনি জানান, দীর্ঘদিন থেকে হবিগঞ্জ বাস মালিক সমিতিসহ অন্যরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রোডে বিআরটিসি বাস যাতে করে চলাচল না করে সেজন্য তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রোববার সিলেট থেকে বিআরটিসির একটি বাস শ্রীমঙ্গলে যাত্রী নিয়ে যাওয়ায় শ্রমিকদের নিয়ে বিআরটিসি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের দক্ষিণ সুরমা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিআরটিসি বাসের শ্রমিকরা জানান, হামলার নেতৃত্ব দেন হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পলাশ আহমদ।

এ সময় পলাশের সঙ্গে ছিলেন মানিক আহমদ, সবুজ মিয়া, মুক্তা আহমদ, কাশেম মিয়া, শ্রমিক নেতা রুনু মিয়া, আবদুল মুহিম, মানিক মিয়া। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

সিলেটে বিআরটিসি কাউন্টার ভাঙচুর লুটপাট উত্তেজনা

প্রতিনিধি, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় বিআরটিসি বাসের কাউন্টার ভাঙচুর করেছে শ্রমিক। হামলাকারীরা হবিগঞ্জ বাস মালিক সংগঠনের শ্রমিকরা। গত রোববার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ সময় হামলাকারীরা বিআরটিসির ম্যানেজার জুলফিকার আলীকে মারধর করে কাউন্টার থেকে ল্যাপটপ ও সাড়ে ১২ হাজার, ১টি আইফোন মোবাইল নিয়ে যায়। বিআরটিসি বাসের কাউন্টার ভাঙচুর, লুটপাট করা হলেও বাস চলাচল অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিসি বাস কাউন্টারের কন্ট্রাকটার জুমেল আহমদ। তিনি জানান, দীর্ঘদিন থেকে হবিগঞ্জ বাস মালিক সমিতিসহ অন্যরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রোডে বিআরটিসি বাস যাতে করে চলাচল না করে সেজন্য তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রোববার সিলেট থেকে বিআরটিসির একটি বাস শ্রীমঙ্গলে যাত্রী নিয়ে যাওয়ায় শ্রমিকদের নিয়ে বিআরটিসি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের দক্ষিণ সুরমা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিআরটিসি বাসের শ্রমিকরা জানান, হামলার নেতৃত্ব দেন হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পলাশ আহমদ।

এ সময় পলাশের সঙ্গে ছিলেন মানিক আহমদ, সবুজ মিয়া, মুক্তা আহমদ, কাশেম মিয়া, শ্রমিক নেতা রুনু মিয়া, আবদুল মুহিম, মানিক মিয়া। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।