চৌমুহনীতে ফের নৌকার মাঝি ফয়সল

তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন নোয়াখালীর গুরুত্বপূর্ণ বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নির্বাচনে ফের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সল। তিনি তৃতীয়বারের মতো দল থেকে এই মনোনয়ন পেলেন। গত শনিবার সন্ধ্যায় দলের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ হওয়ার পর মেয়র ফয়সলের কর্মী-সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দেয়। চৌমুহনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন দলের নেতা-কর্মীরা। মুহূর্তেই বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র আক্তার হোসেন ফয়সলকে আবারও প্রয়োজন ছিল বলে মনে করছেন চৌমুহনী পৌরবাসী। এদিকে দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে গত রোববার সন্ধ্যায় মেয়র আক্তার হোসেন ফয়সল চৌমুহনীতে এসে পৌঁছলে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী সমর্থক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এক প্রতিক্রিয়ায় মেয়র আক্তার হোসেন ফয়সল বলেন, আবারও নির্বাচিত হলে আমি পৌরসভার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করে চৌমুহনীকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করব।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে তৃতীয় ধাপে চৌমুহনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ৩রা জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ৪ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১০ই জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ।

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

চৌমুহনীতে ফের নৌকার মাঝি ফয়সল

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন নোয়াখালীর গুরুত্বপূর্ণ বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নির্বাচনে ফের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সল। তিনি তৃতীয়বারের মতো দল থেকে এই মনোনয়ন পেলেন। গত শনিবার সন্ধ্যায় দলের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ হওয়ার পর মেয়র ফয়সলের কর্মী-সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দেয়। চৌমুহনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন দলের নেতা-কর্মীরা। মুহূর্তেই বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র আক্তার হোসেন ফয়সলকে আবারও প্রয়োজন ছিল বলে মনে করছেন চৌমুহনী পৌরবাসী। এদিকে দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে গত রোববার সন্ধ্যায় মেয়র আক্তার হোসেন ফয়সল চৌমুহনীতে এসে পৌঁছলে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী সমর্থক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এক প্রতিক্রিয়ায় মেয়র আক্তার হোসেন ফয়সল বলেন, আবারও নির্বাচিত হলে আমি পৌরসভার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করে চৌমুহনীকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করব।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে তৃতীয় ধাপে চৌমুহনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ৩রা জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ৪ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১০ই জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ।