না’গঞ্জ সিটির ব্যাপক উন্নয়ন হয়েছে মেয়র আইভী

গত ১০ বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, কেউ যদি বলেন মেয়র সিটি এলাকায় উন্নয়ন করেনি, তাহলে তিনি সরকারের উন্নয়নকে অস্বীকার করলেন। আর সরকারের উন্নয়নকে অস্বীকার করা মানে দলকে অস্বীকার করা। দলে থেকে এইটা করা যাবে না।’

গতকাল দুপুরে হাতিরঝিলের আদলে নির্মাণাধীন নাসিকের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের প্রায় শত কোটি টাকার ডিএনডির প্রধান খাল পুনঃখনন ও সৌন্দর্য বর্ধন প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য সরকার ব্যাপক বরাদ্দ দিয়েছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, গত পাঁচ বছরে সিটি করপোরেশনের জন্য সরকার থেকে অনেক বাজেট এসেছে এবং এর বিপরীতে ব্যাপক উন্নয়ন কাজও হয়েছে। দলে থেকে সরকারের উন্নয়ন কাজকে অস্বীকার করা মানে দলকে অস্বীকার করা। সিটির উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনীতিবিদসহ সব শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এর আগে তিনি ডিএনডি প্রকল্প এলাকা ঘুরে দেখেন। নির্মাণাধীন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উদয়ণ বিল্ডার্সের (জেভি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে এই সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সাদেকুর রহমান, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা ও শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জাইকার অর্থায়ণে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ডিএনডির প্রধান খাল পুনঃখনন ও খালের পশ্চিম পাড়ে রাস্তা নির্মাণসহ ছয়টি ব্রিজ নির্মাণ করা হবে। ওয়াকওয়ের পাশাপাশি হবে ডিএনডি খালের সৌন্দর্য বর্ধনও। সিটি গভর্নেন্স প্রজেক্টের (সিজিপি) আওতায় সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের গলাকাটা পুল থেকে ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গার পুল পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার ডিএনডি খালের সৌন্দর্য বর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ এবং খালের উপর ছয়টি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণে ৩৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ঢাকার হাতিরঝিলের আদলে ৩টি লোডেড এবং ৩টি ফুটওভার ব্রিজ নির্মিত হবে।

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

দশ বছরে

না’গঞ্জ সিটির ব্যাপক উন্নয়ন হয়েছে মেয়র আইভী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

গত ১০ বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, কেউ যদি বলেন মেয়র সিটি এলাকায় উন্নয়ন করেনি, তাহলে তিনি সরকারের উন্নয়নকে অস্বীকার করলেন। আর সরকারের উন্নয়নকে অস্বীকার করা মানে দলকে অস্বীকার করা। দলে থেকে এইটা করা যাবে না।’

গতকাল দুপুরে হাতিরঝিলের আদলে নির্মাণাধীন নাসিকের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের প্রায় শত কোটি টাকার ডিএনডির প্রধান খাল পুনঃখনন ও সৌন্দর্য বর্ধন প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য সরকার ব্যাপক বরাদ্দ দিয়েছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, গত পাঁচ বছরে সিটি করপোরেশনের জন্য সরকার থেকে অনেক বাজেট এসেছে এবং এর বিপরীতে ব্যাপক উন্নয়ন কাজও হয়েছে। দলে থেকে সরকারের উন্নয়ন কাজকে অস্বীকার করা মানে দলকে অস্বীকার করা। সিটির উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনীতিবিদসহ সব শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এর আগে তিনি ডিএনডি প্রকল্প এলাকা ঘুরে দেখেন। নির্মাণাধীন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উদয়ণ বিল্ডার্সের (জেভি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে এই সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সাদেকুর রহমান, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা ও শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জাইকার অর্থায়ণে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ডিএনডির প্রধান খাল পুনঃখনন ও খালের পশ্চিম পাড়ে রাস্তা নির্মাণসহ ছয়টি ব্রিজ নির্মাণ করা হবে। ওয়াকওয়ের পাশাপাশি হবে ডিএনডি খালের সৌন্দর্য বর্ধনও। সিটি গভর্নেন্স প্রজেক্টের (সিজিপি) আওতায় সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের গলাকাটা পুল থেকে ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গার পুল পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার ডিএনডি খালের সৌন্দর্য বর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ এবং খালের উপর ছয়টি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণে ৩৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ঢাকার হাতিরঝিলের আদলে ৩টি লোডেড এবং ৩টি ফুটওভার ব্রিজ নির্মিত হবে।