চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন। গতকাল বেলা পৌনে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটির দুই শতাধিক নেতা-কর্মী। এ সময় শাহবাগ থেকে পল্টন, কাঁটাবন, বাংলামটর ও টিএসসি অভিমুখী মূল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাগবিত-া হয় এবং পরে বেলা পৌনে ১টার দিকে নতুন কর্মসূচি দিয়ে তারা শাহবাগ ত্যাগ করেন। এর আগে সকাল ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সাত দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাদের দাবিগুলো হলো- চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা, ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী স্বচ্ছ তালিকা প্রণয়ন, মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল নাটকের চরিত্রের মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরার বিরুদ্ধে আইন প্রণয়ন।

এছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান, বীর মুক্তিযোদ্ধার সন্তান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং এএসপি আনিসুল করিমের ‘পরিকল্পিত হত্যার’ বিচারসহ সারাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া এবং হাসপাতাল, সরকারি অফিস ও বিমানবন্দরসহ সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেয়ার দাবি রয়েছে সাত দফার মধ্যে। অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি আবারও শাহবাগ মোড় অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া। তিনি বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা আজকে কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি আদায় না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি আবারও শাহবাগ অবরোধ করা হবে। সেদিন শাহবাগে কোন গাড়ি চলবে না। সংগঠনের মহাসচিব শফিকুল ইসলাম বলেন, এর আগে আমরা একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে আমাদের। এখন পর্যন্ত দাবির কোন বাস্তবায়ন না দেখে আমরা ফের কঠোর আন্দোলনে নেমেছি। চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে আমরা আন্দোলন করছি। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে চাই। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা শাখার নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

image

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ -সংবাদ

আরও খবর
মহাসড়কে অনিয়ম দূর করতে নানা দণ্ডের বিধান রেখে মহাসড়ক আইন অনুমোদন
দেশে প্রথম ই-পোর্ট সেবা চালু হলো বুড়িমারীতে
শিল্পাচার্যের জন্মদিন আজ
প্রধানমন্ত্রীর ক্ষুদে বার্তায় কম্পিউটার পেল তরুণ শাকিল
রোহিঙ্গা প্রত্যাবাসনে মায়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান কাদেরের
৬৫০টির বেশি অগ্নিকাণ্ড
শেখ হাসিনা সরকার পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছে তথ্যমন্ত্রী
চিকিৎসকদের কর্মবিরতি : চরম দুর্ভোগে রোগীরা
না’গঞ্জ সিটির ব্যাপক উন্নয়ন হয়েছে মেয়র আইভী
উপজেলা গুদামে চাল কেনা নিয়ে চরম অনিয়ম
কচ্ছপেরই জয় হয়, সেই জয়টা হবে বিএনপির মির্জা ফখরুল

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দাবিতে শাহবাগ অবরোধ

image

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ -সংবাদ

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন। গতকাল বেলা পৌনে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটির দুই শতাধিক নেতা-কর্মী। এ সময় শাহবাগ থেকে পল্টন, কাঁটাবন, বাংলামটর ও টিএসসি অভিমুখী মূল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাগবিত-া হয় এবং পরে বেলা পৌনে ১টার দিকে নতুন কর্মসূচি দিয়ে তারা শাহবাগ ত্যাগ করেন। এর আগে সকাল ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সাত দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাদের দাবিগুলো হলো- চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা, ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী স্বচ্ছ তালিকা প্রণয়ন, মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল নাটকের চরিত্রের মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরার বিরুদ্ধে আইন প্রণয়ন।

এছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান, বীর মুক্তিযোদ্ধার সন্তান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং এএসপি আনিসুল করিমের ‘পরিকল্পিত হত্যার’ বিচারসহ সারাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া এবং হাসপাতাল, সরকারি অফিস ও বিমানবন্দরসহ সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেয়ার দাবি রয়েছে সাত দফার মধ্যে। অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি আবারও শাহবাগ মোড় অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া। তিনি বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা আজকে কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি আদায় না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি আবারও শাহবাগ অবরোধ করা হবে। সেদিন শাহবাগে কোন গাড়ি চলবে না। সংগঠনের মহাসচিব শফিকুল ইসলাম বলেন, এর আগে আমরা একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে আমাদের। এখন পর্যন্ত দাবির কোন বাস্তবায়ন না দেখে আমরা ফের কঠোর আন্দোলনে নেমেছি। চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে আমরা আন্দোলন করছি। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে চাই। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা শাখার নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।