জল্লাদখানা বধ্যভূমি

আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। এর জন্য আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আনন্দের সঙ্গে মিশে গেছে কান্না আর হাহাকার।

১৯৭১ সালে বিহারি অধ্যুষিত মিরপুরের অনেকগুলো জায়গাই হয়ে উঠেছিল বধ্যভূমি। যুদ্ধের সময় স্বাধীনতাপ্রিয় বাঙ্গালিদের, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামস, তাদের ট্রেনিংপ্রাপ্ত জল্লাদ দিয়ে নিষ্ঠুরভাবে জবাই করে বড় বড় সেফটি ট্যাংকির ভেতরে ফেলে রাখত।

এমনি দুটি স্থানে পরে ১৯৯৯ সালে মুক্তিযুদ্ধ জাদুঘর খনন কাজ চালায়। স্থানীয়ভাবে এই জায়গা দুটি পরিচিত ছিল জল্লাদখানা ও নূরী মসজিদ বধ্যভূমি হিসেবে। বাংলাদেশ সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডিয়ারের সহযোগিতায় এই জল্লাদখানা বধ্যভূমি থেকে ৭০টি মাথার খুলি ও ৫৩৭২টি অন্যান্য অস্থি উদ্ধার করা হয়। নূরী মসজিদ বধ্যভূমি থেকে উদ্ধারকৃত খুলি ও হাড়গোড়ের সঙ্গে পাওয়া গিয়েছিল ছিন্ন জামা-কাপড়, জুতো, স্যান্ডেল, মানিব্যাগসহ ব্যক্তিগত ব্যবহারের অনেক জিনিস। আর নমুনা হিসেবে জল্লাদখানা বধ্যভূমির মুক্তিযুদ্ধ জাদুঘরে সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয় সেই অভিশপ্ত কূপটির পাশে।

এসব বধ্যভূমিতে চাপা পড়ে আছে হাজার হাজার শহীদের ক্রন্দন আর বাংলাদেশকে স্বাধীন করার এক বুক স্বপ্ন।

আলিসা জাহান মিম

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

জল্লাদখানা বধ্যভূমি

আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। এর জন্য আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আনন্দের সঙ্গে মিশে গেছে কান্না আর হাহাকার।

১৯৭১ সালে বিহারি অধ্যুষিত মিরপুরের অনেকগুলো জায়গাই হয়ে উঠেছিল বধ্যভূমি। যুদ্ধের সময় স্বাধীনতাপ্রিয় বাঙ্গালিদের, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামস, তাদের ট্রেনিংপ্রাপ্ত জল্লাদ দিয়ে নিষ্ঠুরভাবে জবাই করে বড় বড় সেফটি ট্যাংকির ভেতরে ফেলে রাখত।

এমনি দুটি স্থানে পরে ১৯৯৯ সালে মুক্তিযুদ্ধ জাদুঘর খনন কাজ চালায়। স্থানীয়ভাবে এই জায়গা দুটি পরিচিত ছিল জল্লাদখানা ও নূরী মসজিদ বধ্যভূমি হিসেবে। বাংলাদেশ সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডিয়ারের সহযোগিতায় এই জল্লাদখানা বধ্যভূমি থেকে ৭০টি মাথার খুলি ও ৫৩৭২টি অন্যান্য অস্থি উদ্ধার করা হয়। নূরী মসজিদ বধ্যভূমি থেকে উদ্ধারকৃত খুলি ও হাড়গোড়ের সঙ্গে পাওয়া গিয়েছিল ছিন্ন জামা-কাপড়, জুতো, স্যান্ডেল, মানিব্যাগসহ ব্যক্তিগত ব্যবহারের অনেক জিনিস। আর নমুনা হিসেবে জল্লাদখানা বধ্যভূমির মুক্তিযুদ্ধ জাদুঘরে সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয় সেই অভিশপ্ত কূপটির পাশে।

এসব বধ্যভূমিতে চাপা পড়ে আছে হাজার হাজার শহীদের ক্রন্দন আর বাংলাদেশকে স্বাধীন করার এক বুক স্বপ্ন।

আলিসা জাহান মিম