ডিএসই’র ৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যরা পরিচালনা পর্ষদের ঘোষণা করা ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। গত সোমবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয় বলে গতকাল ডিএসই থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় ডিএসইর পূর্বসূরীদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, স্টক এক্সচেঞ্জের সুদীর্ঘ পথচলায় আমরা আমাদের পূর্বসূরীদের দেখানো পথ ও স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই আগামীর পথে। যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনায় স্টক এক্সচেঞ্জ আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছাতে পেরেছে, তাদের আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

ডিএসই’র ৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যরা পরিচালনা পর্ষদের ঘোষণা করা ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। গত সোমবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয় বলে গতকাল ডিএসই থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় ডিএসইর পূর্বসূরীদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, স্টক এক্সচেঞ্জের সুদীর্ঘ পথচলায় আমরা আমাদের পূর্বসূরীদের দেখানো পথ ও স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই আগামীর পথে। যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনায় স্টক এক্সচেঞ্জ আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছাতে পেরেছে, তাদের আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।