চৌগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে ৪টি মেশিন ও ৫টি বাইসাইকেল জব্দ

যশোরের চৌগাছার বাঁওড় মৎস্য প্রকল্পের অধীন বেড়গোবিন্দপুর বাঁওড় থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মেশিন ও বালু উত্তোলনকারীদের ফেলে যাওয়া ৫টি বাইসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এম. এনামুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেড়গোবিন্দপুর বাঁওড় ব্রিজের পূর্বপাশে বাঁওড়ের মধ্যে থেকে চলমান অবস্থায় এই মেশিন জব্দ করেন। এ সময় অভিযানের বিষয় বুঝতে পেরে বালু উত্তোলনকারীরা ৫টি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। আদালত সেগুলোও জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শহর থেকে চাঁদপুর গ্রামের মধ্যে দিয়ে বেড়গোবিন্দপুর গ্রামে প্রবেশমুখে বাঁওড় মৎস্য প্রকল্পের অধীন বেড়গোবিন্দপুর বাঁওড়ের উপর একটি ব্রিজ রয়েছে। ব্রিজটি থেকে ১৫০/২০০ ফিট পূর্বদিকে বাঁওড়ের মধ্যে ৪টি মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় কিছু ব্যক্তি। যাতে ভবিষ্যতে ব্রিজটির স্থায়ীত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দেয়। এ বিষয়ে স্থানীয়দের উদ্বেগ থাকলেও বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারছিল না।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসায় মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এম. এনামুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে পুলিশ ও আনছার নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বাঁওড় ব্রিজসংলগ্ন সড়কে পৌঁছা মাত্রই বুঝতে পেরে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা কয়েক ব্যক্তি মেশিন চালু রেখেই তাদের ব্যবহৃত ৫টি বাইসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

চৌগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে ৪টি মেশিন ও ৫টি বাইসাইকেল জব্দ

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছার বাঁওড় মৎস্য প্রকল্পের অধীন বেড়গোবিন্দপুর বাঁওড় থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মেশিন ও বালু উত্তোলনকারীদের ফেলে যাওয়া ৫টি বাইসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এম. এনামুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেড়গোবিন্দপুর বাঁওড় ব্রিজের পূর্বপাশে বাঁওড়ের মধ্যে থেকে চলমান অবস্থায় এই মেশিন জব্দ করেন। এ সময় অভিযানের বিষয় বুঝতে পেরে বালু উত্তোলনকারীরা ৫টি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। আদালত সেগুলোও জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শহর থেকে চাঁদপুর গ্রামের মধ্যে দিয়ে বেড়গোবিন্দপুর গ্রামে প্রবেশমুখে বাঁওড় মৎস্য প্রকল্পের অধীন বেড়গোবিন্দপুর বাঁওড়ের উপর একটি ব্রিজ রয়েছে। ব্রিজটি থেকে ১৫০/২০০ ফিট পূর্বদিকে বাঁওড়ের মধ্যে ৪টি মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় কিছু ব্যক্তি। যাতে ভবিষ্যতে ব্রিজটির স্থায়ীত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দেয়। এ বিষয়ে স্থানীয়দের উদ্বেগ থাকলেও বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারছিল না।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসায় মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এম. এনামুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে পুলিশ ও আনছার নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বাঁওড় ব্রিজসংলগ্ন সড়কে পৌঁছা মাত্রই বুঝতে পেরে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা কয়েক ব্যক্তি মেশিন চালু রেখেই তাদের ব্যবহৃত ৫টি বাইসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।