নকল প্রসাধনী ফ্যাক্টরি সিলগালা ৫ জনকে জরিমানা

বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্ধ

গোপালগঞ্জে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ফ্যাক্টরি মালিকের আত্মীয় ও শ্রমিকসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ফ্যাক্টরিটি সিলগালা করে দেয়া হয়েছে।

গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপুর নেতৃত্বে গোপালগঞ্জ শহরসংলগ্ন গোলাবাড়ীয়া এলাকায় জনি এগ্রো কমপ্লেক্স লি.-এর ফ্যাক্টরিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপু জানান, অভিযান পরিচালনাকালে ওই ফ্যাক্টরি থেকে সাবান ও ডিটারজেন তৈরির কাঁচামাল, ভেজাল তেল ও লবণসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী জব্দ করা হয়। ফ্যাক্টরি মালিকের আত্মীয় বাদল (৩১) ও ইমরানকে (২৪) এক বছর এবং ফয়সাল (৩০), শরীয়ত (২১) ও ছিনারুলকে (৩৫) এক মাসের সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এছাড়া ফ্যাক্টরিটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

গোপালগঞ্জে

নকল প্রসাধনী ফ্যাক্টরি সিলগালা ৫ জনকে জরিমানা

বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্ধ

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ফ্যাক্টরি মালিকের আত্মীয় ও শ্রমিকসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ফ্যাক্টরিটি সিলগালা করে দেয়া হয়েছে।

গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপুর নেতৃত্বে গোপালগঞ্জ শহরসংলগ্ন গোলাবাড়ীয়া এলাকায় জনি এগ্রো কমপ্লেক্স লি.-এর ফ্যাক্টরিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপু জানান, অভিযান পরিচালনাকালে ওই ফ্যাক্টরি থেকে সাবান ও ডিটারজেন তৈরির কাঁচামাল, ভেজাল তেল ও লবণসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী জব্দ করা হয়। ফ্যাক্টরি মালিকের আত্মীয় বাদল (৩১) ও ইমরানকে (২৪) এক বছর এবং ফয়সাল (৩০), শরীয়ত (২১) ও ছিনারুলকে (৩৫) এক মাসের সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এছাড়া ফ্যাক্টরিটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।