রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগের দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ বহাল রাখার দাবিতে গতকাল মঙ্গলবার রংপুর নগরীর প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। প্রায় দেঢ় ঘণ্টাব্যাপী অবরোধ চলা কালে নগরীতে যান চলাচল বন্ধ ছিল। এর আগে শিক্ষার্থীরা রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আলিশা সুলতানা, রকিবুল ইসলামসহ অন্যরা। শিক্ষার্থীরা অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী যে যে বিভাগের শিক্ষার্থী তাকে সেই বিভাগে পরীক্ষার উত্তীর্ণ হলে ভর্তির সুযোগ পাবে।

বিভাগ পরিবর্তনের কোন সুযোগ রাখা হয়নি এবার এটা শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করার একটা চক্রান্ত। তারা বলেন আমরা এ সিদ্ধান্ত মানি না।

তারা অভিযোগ করেছে বিভাগ পরিবর্তন করার সুযোগ থাকবে না এটা অনেক আগেই ঘোষণা করা উচিত ছিল। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর জাহাজ কোম্পানি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদের কর্ডন করে রাখলেও শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে বাধা দেয়নি।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগের দাবিতে বিক্ষোভ

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ বহাল রাখার দাবিতে গতকাল মঙ্গলবার রংপুর নগরীর প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। প্রায় দেঢ় ঘণ্টাব্যাপী অবরোধ চলা কালে নগরীতে যান চলাচল বন্ধ ছিল। এর আগে শিক্ষার্থীরা রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আলিশা সুলতানা, রকিবুল ইসলামসহ অন্যরা। শিক্ষার্থীরা অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী যে যে বিভাগের শিক্ষার্থী তাকে সেই বিভাগে পরীক্ষার উত্তীর্ণ হলে ভর্তির সুযোগ পাবে।

বিভাগ পরিবর্তনের কোন সুযোগ রাখা হয়নি এবার এটা শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করার একটা চক্রান্ত। তারা বলেন আমরা এ সিদ্ধান্ত মানি না।

তারা অভিযোগ করেছে বিভাগ পরিবর্তন করার সুযোগ থাকবে না এটা অনেক আগেই ঘোষণা করা উচিত ছিল। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর জাহাজ কোম্পানি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদের কর্ডন করে রাখলেও শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে বাধা দেয়নি।