বাংলাদেশি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে জয়া-প্রসেনজিত অভিনীত ‘রবিবার’

জয়া আহসান ও প্রসেনজিৎ অভিনীত কলকাতার ‘রবিবার’ ছবিটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমাটিক’ অ্যাপে। বছরের একেবারে শেষের দিন ৩১ ডিসেম্বর সিনেমাটিকে ‘রবিবার’ মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল।

অতুল জানান, ‘জয়া আহসান ও প্রজেনজিৎ অভিনীত রবিবার বেশ প্রশংসিত একটি ছবি। ছবিটিতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া আহসান। এই ছবিটি সিনেমাটিক অ্যাপে বছরের একেবারে শেষের দিন মুক্তি দেয়া হবে। যারা হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি তারা এবার ছবিটি দেখার সুযোগ পাবেন।’ পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ এ জয়া-প্রসেনজিৎ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি ‘রবিবার’ আবেগ ও থ্রিলারের মিশ্রণের গল্প নিয়ে নির্মিত একটি ছবি। এতে প্রসেনজিৎ অসীমাভর এবং জয়া আহসান সায়নী চরিত্রে অভিনয় করেছেন। গেল বছর ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘রবিবার’। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি হলে সাফটা চুক্তির আওতায় মুক্তি পায় ছবিটি। এবার বাংলা ভাষাবাসীদের জন্য ছবিটি মুক্তি পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম সিনেমাটিক-এ। অ্যাপটিতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফ্রি পরিশোধের মাধ্যমে ছবিটি উপভোগ করতে পারবেন সবাই।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

বাংলাদেশি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে জয়া-প্রসেনজিত অভিনীত ‘রবিবার’

বিনোদন প্রতিবেদক |

image

জয়া আহসান ও প্রসেনজিৎ অভিনীত কলকাতার ‘রবিবার’ ছবিটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমাটিক’ অ্যাপে। বছরের একেবারে শেষের দিন ৩১ ডিসেম্বর সিনেমাটিকে ‘রবিবার’ মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল।

অতুল জানান, ‘জয়া আহসান ও প্রজেনজিৎ অভিনীত রবিবার বেশ প্রশংসিত একটি ছবি। ছবিটিতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া আহসান। এই ছবিটি সিনেমাটিক অ্যাপে বছরের একেবারে শেষের দিন মুক্তি দেয়া হবে। যারা হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি তারা এবার ছবিটি দেখার সুযোগ পাবেন।’ পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ এ জয়া-প্রসেনজিৎ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি ‘রবিবার’ আবেগ ও থ্রিলারের মিশ্রণের গল্প নিয়ে নির্মিত একটি ছবি। এতে প্রসেনজিৎ অসীমাভর এবং জয়া আহসান সায়নী চরিত্রে অভিনয় করেছেন। গেল বছর ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘রবিবার’। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি হলে সাফটা চুক্তির আওতায় মুক্তি পায় ছবিটি। এবার বাংলা ভাষাবাসীদের জন্য ছবিটি মুক্তি পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম সিনেমাটিক-এ। অ্যাপটিতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফ্রি পরিশোধের মাধ্যমে ছবিটি উপভোগ করতে পারবেন সবাই।