করোনাভাইরাস নিয়ে প্রতিবেদন করায় চীনা সাংবাদিকের জেল

উহানের করোনাভাইরাস নিয়ে এ বছরের শুরুর দিকে প্রতিবেদন করায় নাগরিক সাংবাদিক জাং ঝানকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সাংহাইয়ের একটি আদালত। এএফপি

জাং ঝান নামে ওই সাংবাদিককে সংঘাত তৈরি এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে উসকানি দেয়ার অভিযোগে এ শাস্তি দেয়া হয়েছে। ৩৭ বছর বয়সী ওই সাবেক আইনজীবীকে গত মে মাসে আটক করা হয়। এবং তিনি কয়েক মাস অনশনে ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থা শোচনীয়। এমনটি জানিয়েছেন ঝ্যাং ঝানের আইনজীবী। উহান নিয়ে প্রতিবেদন করায় যেসব সাংবাদিক সমস্যায় পড়েছেন জাং ঝান তাদের মধ্যে একজন। অভিযোগে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে উহানে যান জাং ঝান এবং সেখানে প্রাদুর্ভাব নিয়ে সরাসরি সম্প্রচার করেন। তার প্রতিবেদন বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে শেয়ার ও ভাইরাল হয়। আইনজীবী ঝাং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বিচার চলাকালে প্রসিকিউটর প্রমাণের বেশিরভাগই উপস্থাপন না করে শুধু প্রমাণের তালিকা পড়ে গেছেন। জাং ঝান বলেছেন যে নাগরিকদের বক্তব্য সেন্সর করা উচিত নয়। এটা বাদে তিনি আর কিছু বলেননি।

সূত্র জানায়, জাং ঝান উহানে লকডাউন চলাকালে শহরের লোকেদের অভিজ্ঞতা সম্পর্কে প্রতিবেদন করেছিলেন। এ ধরনের প্রতিবেদকদের হয় আটক করা হয়েছে কিংবা তাদের অনলাইন রিপোর্টিং বন্ধ করার আদেশ দেয়া হয়েছে। মে মাসের মাঝামাঝিতে তাকে আটক করে সাংহাইয়ের পুডং জেলার একটি কারাগারে রাখা হয়। জুনে তিনি গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সেখানে খাবার খেতে অস্বীকার করেন। আজ পুডং কোর্টে জাং ঝান এর সমর্থনে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন। কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ , ১৫ পৌষ ১৪২৭, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২

করোনাভাইরাস নিয়ে প্রতিবেদন করায় চীনা সাংবাদিকের জেল

image

উহানের করোনাভাইরাস নিয়ে এ বছরের শুরুর দিকে প্রতিবেদন করায় নাগরিক সাংবাদিক জাং ঝানকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সাংহাইয়ের একটি আদালত। এএফপি

জাং ঝান নামে ওই সাংবাদিককে সংঘাত তৈরি এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে উসকানি দেয়ার অভিযোগে এ শাস্তি দেয়া হয়েছে। ৩৭ বছর বয়সী ওই সাবেক আইনজীবীকে গত মে মাসে আটক করা হয়। এবং তিনি কয়েক মাস অনশনে ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থা শোচনীয়। এমনটি জানিয়েছেন ঝ্যাং ঝানের আইনজীবী। উহান নিয়ে প্রতিবেদন করায় যেসব সাংবাদিক সমস্যায় পড়েছেন জাং ঝান তাদের মধ্যে একজন। অভিযোগে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে উহানে যান জাং ঝান এবং সেখানে প্রাদুর্ভাব নিয়ে সরাসরি সম্প্রচার করেন। তার প্রতিবেদন বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে শেয়ার ও ভাইরাল হয়। আইনজীবী ঝাং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বিচার চলাকালে প্রসিকিউটর প্রমাণের বেশিরভাগই উপস্থাপন না করে শুধু প্রমাণের তালিকা পড়ে গেছেন। জাং ঝান বলেছেন যে নাগরিকদের বক্তব্য সেন্সর করা উচিত নয়। এটা বাদে তিনি আর কিছু বলেননি।

সূত্র জানায়, জাং ঝান উহানে লকডাউন চলাকালে শহরের লোকেদের অভিজ্ঞতা সম্পর্কে প্রতিবেদন করেছিলেন। এ ধরনের প্রতিবেদকদের হয় আটক করা হয়েছে কিংবা তাদের অনলাইন রিপোর্টিং বন্ধ করার আদেশ দেয়া হয়েছে। মে মাসের মাঝামাঝিতে তাকে আটক করে সাংহাইয়ের পুডং জেলার একটি কারাগারে রাখা হয়। জুনে তিনি গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সেখানে খাবার খেতে অস্বীকার করেন। আজ পুডং কোর্টে জাং ঝান এর সমর্থনে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন। কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।