প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের টার্গেট পূরণ প্রাইম ব্যাংকের

কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের টার্গেট পূরণ করেছে প্রাইম ব্যাংক। গতকাল এ ঋণ বিতরণের শেষ সময়সীমার আগেই সম্পূর্ণ ঋণ বিতরণ সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক।

কোভিড-১৯ এর কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ব্যবসায়ের মন্দাবস্থা কাটিয়ে উঠতে তাদের সাহায্য করতে স্বপ্রণোদিতভাবে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক। সুদের হারে ভতুর্কিসহ এই ঋণ সুবিধা উদ্যোক্তাদের মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংকের বেধে দেয়া টার্গেট অনুযায়ী প্রাইম ব্যাংক ২৫০ কোটি টাকা ঋণ বিতরণ সম্পন্ন করেছে। এর ফলে ২,৩৮৮ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এ ঋণসুবিধা পেয়েছে। মহামারীর ভয়াবহ ক্ষতি কাটিয়ে উঠে সিএমএসএমই উদ্যোক্তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এই সহজ ঋণসুবিধা।

দেশের অর্থনীতির চালিকাশক্তি সিএমএসএমই খাতের প্রসার ও অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রাইম ব্যাংক। কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ এ খাত। প্রাইম ব্যাংক-এর বিস্তৃত সিএমএসএমই নেটওয়ার্ক ও দ্রুত ঋণ প্রসেসিংয়ের কারণে শেষ সময়সীমার আগেই প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ সম্পন্ন করতে পেরেছে প্রাইম ব্যাংক। এখানে উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ প্রদান শুরু করেছে প্রাইম ব্যাংক। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের টার্গেট পূরণ প্রাইম ব্যাংকের

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের টার্গেট পূরণ করেছে প্রাইম ব্যাংক। গতকাল এ ঋণ বিতরণের শেষ সময়সীমার আগেই সম্পূর্ণ ঋণ বিতরণ সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক।

কোভিড-১৯ এর কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ব্যবসায়ের মন্দাবস্থা কাটিয়ে উঠতে তাদের সাহায্য করতে স্বপ্রণোদিতভাবে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক। সুদের হারে ভতুর্কিসহ এই ঋণ সুবিধা উদ্যোক্তাদের মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংকের বেধে দেয়া টার্গেট অনুযায়ী প্রাইম ব্যাংক ২৫০ কোটি টাকা ঋণ বিতরণ সম্পন্ন করেছে। এর ফলে ২,৩৮৮ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এ ঋণসুবিধা পেয়েছে। মহামারীর ভয়াবহ ক্ষতি কাটিয়ে উঠে সিএমএসএমই উদ্যোক্তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এই সহজ ঋণসুবিধা।

দেশের অর্থনীতির চালিকাশক্তি সিএমএসএমই খাতের প্রসার ও অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রাইম ব্যাংক। কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ এ খাত। প্রাইম ব্যাংক-এর বিস্তৃত সিএমএসএমই নেটওয়ার্ক ও দ্রুত ঋণ প্রসেসিংয়ের কারণে শেষ সময়সীমার আগেই প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ সম্পন্ন করতে পেরেছে প্রাইম ব্যাংক। এখানে উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ প্রদান শুরু করেছে প্রাইম ব্যাংক। সংবাদ বিজ্ঞপ্তি।