গণতন্ত্র মুক্ত

দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে ৩০ ডিসেম্বর, গণতন্ত্র মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল পৌনে ১০টায় দলীয় কার্যালয় চত্বরে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রলীগের আয়োজনে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওদুদের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান, পৌর আ.লীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল আলম, আ.লীগ নেতা ফায়জার রহমান কনক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রকে বিশ্বাস করে না। বিএনপি-জামায়াত জোট সরকার সেসময় ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত হয়েছিল। তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলার জনগণ নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করান। বিএনপি-জামায়াত জোট আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে দেশের স্থিতিশীল অবস্থাকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সে ষড়যন্ত্র প্রতিহত করতে প্রতিটি নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

গণতন্ত্র মুক্ত

দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র‌্যালি

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

image

চাঁপাইনবাবগঞ্জে ৩০ ডিসেম্বর, গণতন্ত্র মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল পৌনে ১০টায় দলীয় কার্যালয় চত্বরে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রলীগের আয়োজনে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওদুদের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান, পৌর আ.লীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল আলম, আ.লীগ নেতা ফায়জার রহমান কনক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রকে বিশ্বাস করে না। বিএনপি-জামায়াত জোট সরকার সেসময় ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত হয়েছিল। তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলার জনগণ নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করান। বিএনপি-জামায়াত জোট আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে দেশের স্থিতিশীল অবস্থাকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সে ষড়যন্ত্র প্রতিহত করতে প্রতিটি নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।