তৃতীয় লিঙ্গের চরিত্রে এসএ আরেফিন

ধারাবাহিক নাটক ফ্যামিলি ফ্যান্টাসিতে অভিনয় করছেন এসএ আরেফিন। নাটকে তিনি তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেছেন। আদিত্য জায়িদের রচনায় নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন। দেশ টিভিকে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হয় নাটকটি। নাটকটিতে আরও অভিনয় করছেন- শতাব্দী ওয়াদুদ, জিয়াউল হক কিসলু, নাদিয়া আহমেদ, ডলি জহুর, কাজী উজ্জ্বল, প্রকাশ, নাদিম, সনেট, মৌসুমী নাগ, নাদিয়া খানমসহ আরও অনেকে। আরেফিন এ নাটকের চরিত্র সম্পর্কে বলেন, এ নাটকে আমার চরিত্রের নাম যাবেদ। আমি সৌদি আরব থেকে ফেরত আসা একজন বেকার যুবক। দালালের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হই। পরে করোনা পরিস্থিতির মধ্যে নানা ধরনের কাজের চেষ্টা করি। চাকরির সন্ধানে ঢাকায় আসি। কিন্তু কিছুতেই সুবিধা করতে পারছিলাম না। কোন উপায় না দেখে তৃতীয় লিঙ্গের বেশ ধারণ করি। যাতে করে লোকজনের কাছ থেকে টাকা আদায় করে সচ্ছল জীবনযাপন করতে পারি।

তিনি আরও বলেন, ‘আমি প্রথমে উত্তরা থিয়েটার দিয়ে যাত্রা শুরু করি, তারপরে থিয়েটার স্কুল ১০তম ব্যাচের ছাত্র ছিলাম, এরপর নাট্যকেন্দ্রে যুক্ত হই। কিন্তু জীবনের তাগিদে এক সময় বিদেশে পাড়ি জমাই। দীর্ঘ বিরতি পর ২০১১ ডিসেম্বর থেকে মিডিয়ায় কাজ শুরু করি।

মিডিয়া প্রথমে মারুফ মিঠুর পরিচালনা নাটক ‘সেই রকম ঘুষখোর’র কাজ দিয়ে যাত্রা, এরপর অনন্য ইমন ভাইয়া নাটক ‘কাঠ পুতুলের গল্প’ নাটকে অভিনয় করি। তারপর একে একে অনেক নাটকে কাজ করি। টিভি নাটকে নিয়মিত কাজ করতে চাই। বেশকিছু বিজ্ঞাপনেও আমি কাজ করেছি।’

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

তৃতীয় লিঙ্গের চরিত্রে এসএ আরেফিন

বিনোদন প্রতিবেদক |

image

ধারাবাহিক নাটক ফ্যামিলি ফ্যান্টাসিতে অভিনয় করছেন এসএ আরেফিন। নাটকে তিনি তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করেছেন। আদিত্য জায়িদের রচনায় নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন। দেশ টিভিকে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হয় নাটকটি। নাটকটিতে আরও অভিনয় করছেন- শতাব্দী ওয়াদুদ, জিয়াউল হক কিসলু, নাদিয়া আহমেদ, ডলি জহুর, কাজী উজ্জ্বল, প্রকাশ, নাদিম, সনেট, মৌসুমী নাগ, নাদিয়া খানমসহ আরও অনেকে। আরেফিন এ নাটকের চরিত্র সম্পর্কে বলেন, এ নাটকে আমার চরিত্রের নাম যাবেদ। আমি সৌদি আরব থেকে ফেরত আসা একজন বেকার যুবক। দালালের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হই। পরে করোনা পরিস্থিতির মধ্যে নানা ধরনের কাজের চেষ্টা করি। চাকরির সন্ধানে ঢাকায় আসি। কিন্তু কিছুতেই সুবিধা করতে পারছিলাম না। কোন উপায় না দেখে তৃতীয় লিঙ্গের বেশ ধারণ করি। যাতে করে লোকজনের কাছ থেকে টাকা আদায় করে সচ্ছল জীবনযাপন করতে পারি।

তিনি আরও বলেন, ‘আমি প্রথমে উত্তরা থিয়েটার দিয়ে যাত্রা শুরু করি, তারপরে থিয়েটার স্কুল ১০তম ব্যাচের ছাত্র ছিলাম, এরপর নাট্যকেন্দ্রে যুক্ত হই। কিন্তু জীবনের তাগিদে এক সময় বিদেশে পাড়ি জমাই। দীর্ঘ বিরতি পর ২০১১ ডিসেম্বর থেকে মিডিয়ায় কাজ শুরু করি।

মিডিয়া প্রথমে মারুফ মিঠুর পরিচালনা নাটক ‘সেই রকম ঘুষখোর’র কাজ দিয়ে যাত্রা, এরপর অনন্য ইমন ভাইয়া নাটক ‘কাঠ পুতুলের গল্প’ নাটকে অভিনয় করি। তারপর একে একে অনেক নাটকে কাজ করি। টিভি নাটকে নিয়মিত কাজ করতে চাই। বেশকিছু বিজ্ঞাপনেও আমি কাজ করেছি।’