বিশ্বে করোনাভাইরাস শনাক্তের এক বছর আজ

বিশ্বে করোনাভাইরাস শনাক্তের একবছর পূর্ণ হচ্ছে আজ। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এরপর ফেব্রুয়ারি-মার্চের দিকে বিভিন্ন দেশে ছড়িয়ে পরে সংক্রমণ। প্রথমদিকে চীনের উহান শহরে ব্যাপকভাবে করোনা সংক্রমণের বিস্তার ঘটলেও লকডাউন (অবরুদ্ধ), অন্য প্রদেশের সঙ্গে উহানকে বিছিন্ন রাখা, পর্যায়ক্রমে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করে চীন সরকার।

চীন সরকার প্রথমদিকে করোনা সংক্রমণ সামলাতে হিমশিম খেলেও যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ খুব একটা কঠোর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেনি। কোন কোন দেশ সংক্রমণ ঠেকাতে কিছুটা দেরিতে বিমান চলাচল, নাগরিকদের চলাফেরা ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে।

চীনে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার তিনমাসের মধ্যেই বিশে^র শতাধিক দেশ করোনায় আক্রান্ত হয়। এরপর এপ্রিলে ‘করোনা মহামারী’ ঘোষণা করে বিশ^স্বাস্থ্য সংস্থা। মহামারী ঘোষণার পরও অনেক দেশ দেরিতে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করে।

চীনে করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটলেও দেশটি বেশ দক্ষতার সঙ্গেই করোনা মহামারী সামাল দিয়েছে। শীর্ষ করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে চীনের অবস্থান এখন ৮১তম। গতকাল পর্যন্ত দেশটিতে ৮৭ হাজার ২৭ জনের সংক্রমণ শনাক্ত এবং করোনায় দেশটিতে মোট ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনা শনাক্ত হলেও এরপর মাত্র দুইমাসে অর্থাৎ গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে সক্ষম হয় দেশটির স্বাস্থ্য বিভাগ। এরপর থেকে দেশটিতে সংক্রমণ খুব একটা শনাক্ত হচ্ছে না। মাঝেমধ্যে দু’চারজন শনাক্ত হলেও কঠোর পদক্ষেপ নিয়ে তা নিয়ন্ত্রণ করছে চীন সরকার।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত বিশে^ ৮ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এক বছরে করোনা মহামারীতে বিশে^ ১৭ লাখ ৯৯ হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে।

বিশে^র ২২০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি করোনা শনাক্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গতকাল পর্যন্ত ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ভারতে গতকাল পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত এবং ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত এবং ১ লাখ ৯২ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে।

চীনের দুইমাস সাতদিন পর গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর। গতকাল পর্যন্ত দেশে ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনের করোনা শনাক্ত এবং ৭ হাজার ৫৩১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

বিশ্বে করোনাভাইরাস শনাক্তের এক বছর আজ

নিজস্ব বার্তা পরিবেশক |

বিশ্বে করোনাভাইরাস শনাক্তের একবছর পূর্ণ হচ্ছে আজ। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এরপর ফেব্রুয়ারি-মার্চের দিকে বিভিন্ন দেশে ছড়িয়ে পরে সংক্রমণ। প্রথমদিকে চীনের উহান শহরে ব্যাপকভাবে করোনা সংক্রমণের বিস্তার ঘটলেও লকডাউন (অবরুদ্ধ), অন্য প্রদেশের সঙ্গে উহানকে বিছিন্ন রাখা, পর্যায়ক্রমে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করে চীন সরকার।

চীন সরকার প্রথমদিকে করোনা সংক্রমণ সামলাতে হিমশিম খেলেও যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ খুব একটা কঠোর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেনি। কোন কোন দেশ সংক্রমণ ঠেকাতে কিছুটা দেরিতে বিমান চলাচল, নাগরিকদের চলাফেরা ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে।

চীনে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার তিনমাসের মধ্যেই বিশে^র শতাধিক দেশ করোনায় আক্রান্ত হয়। এরপর এপ্রিলে ‘করোনা মহামারী’ ঘোষণা করে বিশ^স্বাস্থ্য সংস্থা। মহামারী ঘোষণার পরও অনেক দেশ দেরিতে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করে।

চীনে করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটলেও দেশটি বেশ দক্ষতার সঙ্গেই করোনা মহামারী সামাল দিয়েছে। শীর্ষ করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে চীনের অবস্থান এখন ৮১তম। গতকাল পর্যন্ত দেশটিতে ৮৭ হাজার ২৭ জনের সংক্রমণ শনাক্ত এবং করোনায় দেশটিতে মোট ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনা শনাক্ত হলেও এরপর মাত্র দুইমাসে অর্থাৎ গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে সক্ষম হয় দেশটির স্বাস্থ্য বিভাগ। এরপর থেকে দেশটিতে সংক্রমণ খুব একটা শনাক্ত হচ্ছে না। মাঝেমধ্যে দু’চারজন শনাক্ত হলেও কঠোর পদক্ষেপ নিয়ে তা নিয়ন্ত্রণ করছে চীন সরকার।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত বিশে^ ৮ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এক বছরে করোনা মহামারীতে বিশে^ ১৭ লাখ ৯৯ হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে।

বিশে^র ২২০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি করোনা শনাক্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গতকাল পর্যন্ত ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ভারতে গতকাল পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত এবং ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত এবং ১ লাখ ৯২ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে।

চীনের দুইমাস সাতদিন পর গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর। গতকাল পর্যন্ত দেশে ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনের করোনা শনাক্ত এবং ৭ হাজার ৫৩১ জনের মৃত্যু হয়েছে।