জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ। এ নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একই মিলনায়তনে জাতীয় প্রেসক্লাবের ২৩তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন- জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী রয়েছেন।

নির্বাচনের প্রার্থীরা হলেন- সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ও কামাল উদ্দিন সবুজ। সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা। সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক ও ইলিয়াস খান। দুটি যুগ্ম সম্পাদক পদে কল্যাণ সাহা, নাজমুল আহসান, মাঈনুল আলম, মো. আশরাফ আলী

ও সৈয়দ আলী আসফার। কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমাদ বাবলু। ১০টি সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আইয়ুব ভূঁইয়া, কাজী রওনাক হোসেন, কামরুল হাসান দর্পণ, কেম শহীদুল হক, জাহিদুজ্জামান ফারুক, জিয়াউদ্দিন সাইমুম, বখতিয়ার রানা, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, নুরুননবী রবি, মহিউদ্দিন সরকার, মোস্তফা কামাল মজুমদার, মো. গোলাম কিবরিয়া, মো. ফেরদাউস মোবারক, রহমান মুস্তাফিজ, রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ), রেজানুর রহমান, শামসুদ্দিন আহমেদ চারু, শাহনাজ বেগম পলি, শাহানাজ সিদ্দিকী সোমা, শামসুল হক দুররানী, সলিমউল্লাহ সেলিম, সেবীকা রানী ও সৈয়দ আবদাল আহমদ।

image
আরও খবর
প্রধানমন্ত্রী বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন আজ
২০২১ সালের প্রথম সংসদ অধিবেশন ১৮ জানুয়ারি
পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের ধাওয়া দিলে সীমান্তের ওপারে চলে যায়
পুলিশের উদ্যোগে চেতনায় স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন
ফাইজারের টিকা নিয়েও মার্কিন নার্স করোনায় আক্রান্ত!
নারী ও শিশু নির্যাতন, হত্যা-চুরির ঘটনায় ২০ হাজার মামলা
সড়কে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৪ জনের
না’গঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে মেয়র আইভি
গণমাধ্যম রাষ্টের চতুর্থ স্তম্ভ : তথ্যমন্ত্রী
ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারেনি : কাদের
১৬ শিক্ষকসহ ১৭ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল
বাম জোটের বিক্ষোভে পুলিশের বাধা

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ

নিজস্ব বার্তা পরিবেশক |

image

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ। এ নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একই মিলনায়তনে জাতীয় প্রেসক্লাবের ২৩তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন- জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী রয়েছেন।

নির্বাচনের প্রার্থীরা হলেন- সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ও কামাল উদ্দিন সবুজ। সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা। সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক ও ইলিয়াস খান। দুটি যুগ্ম সম্পাদক পদে কল্যাণ সাহা, নাজমুল আহসান, মাঈনুল আলম, মো. আশরাফ আলী

ও সৈয়দ আলী আসফার। কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমাদ বাবলু। ১০টি সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আইয়ুব ভূঁইয়া, কাজী রওনাক হোসেন, কামরুল হাসান দর্পণ, কেম শহীদুল হক, জাহিদুজ্জামান ফারুক, জিয়াউদ্দিন সাইমুম, বখতিয়ার রানা, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, নুরুননবী রবি, মহিউদ্দিন সরকার, মোস্তফা কামাল মজুমদার, মো. গোলাম কিবরিয়া, মো. ফেরদাউস মোবারক, রহমান মুস্তাফিজ, রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ), রেজানুর রহমান, শামসুদ্দিন আহমেদ চারু, শাহনাজ বেগম পলি, শাহানাজ সিদ্দিকী সোমা, শামসুল হক দুররানী, সলিমউল্লাহ সেলিম, সেবীকা রানী ও সৈয়দ আবদাল আহমদ।