বাপাউবো’র মহাপরিচালক পদে প্রকৌশলী মহম্মদ আলীর যোগদান

গতকাল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে প্রকৌশলী মহম্মদ আলী যোগদান করেছেন। যৌথ নদী কমিশনে সদস্য পদে যোগদানের আগে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে দায়িত্ব পালন করেন। বর্তমান পদে যোগদানের আগে তিনি বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য পদে কর্মরত ছিলেন। মহম্মদ আলী ১৯৮৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বি.এসসি-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৪ সালে ইংল্যান্ডের ‘ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেষ্টার’ (টগওঝঞ) থেকে ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব ডেভেলপমেন্ট প্রজেক্ট বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

প্রকৌশলী মহম্মদ আলী ১৯৮৫ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাপাউবো’র নকশা দফতরসহ মাঠপর্যায়ের বিভিন্ন দফতরে কর্মরত ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নদীতীর সংরক্ষণ, সেচ, বন্যানিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প বাস্তবায়ন এবং পরিচালনার দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরিকালীন তিনি ইংল্যান্ড, তুরস্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ব্রাজিল, পর্তুগাল ও স্পেনসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ০১ জানুয়ারী ২০২১ , ১৭ পৌষ ১৪২৭, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪২

বাপাউবো’র মহাপরিচালক পদে প্রকৌশলী মহম্মদ আলীর যোগদান

image

গতকাল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে প্রকৌশলী মহম্মদ আলী যোগদান করেছেন। যৌথ নদী কমিশনে সদস্য পদে যোগদানের আগে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে দায়িত্ব পালন করেন। বর্তমান পদে যোগদানের আগে তিনি বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য পদে কর্মরত ছিলেন। মহম্মদ আলী ১৯৮৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বি.এসসি-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৪ সালে ইংল্যান্ডের ‘ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেষ্টার’ (টগওঝঞ) থেকে ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব ডেভেলপমেন্ট প্রজেক্ট বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

প্রকৌশলী মহম্মদ আলী ১৯৮৫ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাপাউবো’র নকশা দফতরসহ মাঠপর্যায়ের বিভিন্ন দফতরে কর্মরত ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নদীতীর সংরক্ষণ, সেচ, বন্যানিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প বাস্তবায়ন এবং পরিচালনার দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরিকালীন তিনি ইংল্যান্ড, তুরস্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ব্রাজিল, পর্তুগাল ও স্পেনসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।