যুক্তরাষ্ট্রে ফ্লাইটে উঠার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্র সরকার মার্কিন নাগরিকসহ যুক্তরাজ্য থেকে আগত সব যাত্রীর জন্য ফ্লাইটে উঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করেছে। রয়টার্স

এক বিবৃতিতে সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রে ঝুঁকি (করোনাভাইরাসের) কমাতে পরীক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে। বিমান ভ্রমণে পরীক্ষার জন্য একটি বাস্তবসম্মত ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণ করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণে একটি নিয়মতান্ত্রিক পরীক্ষা ব্যবস্থার মানের বিষয়ে সম্মত হতেও চেষ্টা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, সিডিসির এ পরীক্ষা বর্ধিতকরণের আওতায় পড়বে সব আন্তর্জাতিক বিমান ভ্রমণ। বুধবার কানাডা জানায়, সব বিমানযাত্রীদের জন্য করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল তারাও বাধ্যতামূলক করবে। যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক গোষ্ঠী- এয়ারলাইন্স ফর আমেরিকা জানায়, ভ্রমণ বিধিমালার জন্য করোনা পরীক্ষার একটি জাতীয় মান দাঁড় করাতে তারা ফেডারেল সরকারকে সহযোগিতা করছে। এয়ারলাইন্সগুলো সরকারি এজেন্সিকে বলেছে, দেশগুলোর ওপর পর্যায়ক্রমে পরীক্ষার শর্ত আরোপ করতে হবে। শর্ত আরোপের আগে সেসব দেশে পরীক্ষার পর্যাপ্ত সক্ষমতা ও আগ্রহ আছে কিনা সে বিষয়গুলোও অবশ্যই বিবেচনা করতে হবে। কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহের শুরুতেই হোয়াইট হাউজ নতুন দেশগুলোতে করোনা পরীক্ষার শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে।

শুক্রবার, ০১ জানুয়ারী ২০২১ , ১৭ পৌষ ১৪২৭, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪২

যুক্তরাষ্ট্রে ফ্লাইটে উঠার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্র সরকার মার্কিন নাগরিকসহ যুক্তরাজ্য থেকে আগত সব যাত্রীর জন্য ফ্লাইটে উঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করেছে। রয়টার্স

এক বিবৃতিতে সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রে ঝুঁকি (করোনাভাইরাসের) কমাতে পরীক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে। বিমান ভ্রমণে পরীক্ষার জন্য একটি বাস্তবসম্মত ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণ করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণে একটি নিয়মতান্ত্রিক পরীক্ষা ব্যবস্থার মানের বিষয়ে সম্মত হতেও চেষ্টা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, সিডিসির এ পরীক্ষা বর্ধিতকরণের আওতায় পড়বে সব আন্তর্জাতিক বিমান ভ্রমণ। বুধবার কানাডা জানায়, সব বিমানযাত্রীদের জন্য করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল তারাও বাধ্যতামূলক করবে। যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক গোষ্ঠী- এয়ারলাইন্স ফর আমেরিকা জানায়, ভ্রমণ বিধিমালার জন্য করোনা পরীক্ষার একটি জাতীয় মান দাঁড় করাতে তারা ফেডারেল সরকারকে সহযোগিতা করছে। এয়ারলাইন্সগুলো সরকারি এজেন্সিকে বলেছে, দেশগুলোর ওপর পর্যায়ক্রমে পরীক্ষার শর্ত আরোপ করতে হবে। শর্ত আরোপের আগে সেসব দেশে পরীক্ষার পর্যাপ্ত সক্ষমতা ও আগ্রহ আছে কিনা সে বিষয়গুলোও অবশ্যই বিবেচনা করতে হবে। কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহের শুরুতেই হোয়াইট হাউজ নতুন দেশগুলোতে করোনা পরীক্ষার শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে।