ফিরে দেখা-২০২০

আলোচিত শীর্ষ দশ

ভালো-মন্দ মিলিয়ে শেষ হলো আরও একটি বছর। বছরজুড়েই গোটা পৃথিবীর ন্যায় বাংলাদেশও বিপর্যস্ত ছিল করোনা মহামারীতে। অনেক ঘটনা, আলোচনা, পর্যালোচনা ও সমালোচনায় মুখর ছিল এই বছর। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়াঙ্গনসহ নানা ক্ষেত্রে ঘটেছে অনেক ঘটনা। নানা ঘটনায় নানা জনের মন্তব্য নিয়ে হয়েছে আলোচনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ৭ জানুয়ারি ২০১৯ শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। করোনাভাইরাসের এ সংকটেও শুধু দেশকে সামনে থেকে নেতৃত্বই দিচ্ছেন না, টিকিয়ে রেখেছেন মানুষের আশা। তার দূরদর্শী ভূমিকায় করোনা মহামারীর মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল আছে। শুধু করোনা নয়, সুপার সাইক্লোন আম্পান ও বন্যা মোকাবিলা করেও দেশের অগ্রযাত্রাকে টিকিয়ে রেখেছেন। আর তার এ সময়োপযোগী নেতৃত্ব দেশের গ-ি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিশ্ব দরবারেও। টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে হাঁটাসহ নানা ক্ষেত্রেই সাফল্য পেয়েছে তারা। বিশেষত, স্বপ্নের পদ্মা সেতুসহ গত এক বছরে মাদক ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চালিয়ে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন বলে মনে করা হচ্ছে।

১৯৯৬ সালের ২৩ জুন তিনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বধীন বাংলাদেশ আওয়ামী লীগ সে বছরের ১২ জুনের সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।

সাকিব আল হাসান

এবছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষিত এই দশকের সেরা ক্রিকেট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব আল হাসান এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৬৩২৩ রান করেছেন এবং ২৬০টি উইকেট নিয়েছেন। এই দলে আরও আছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মাহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

করোনা মহামারীর শুরুতে বাংলাদেশে পরিচিত মুখ হয়ে উঠেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কোভিড সংক্রান্ত আইইডিসিআরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের কারণে প্রচার পান তিনি। মহামারী ঠেকাতে সরকারের কর্মপরিকল্পনা ঠিক করার চাপও ছিল তার ওপর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির ৫ম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন।

ডা. রুহুল আবিদ

২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ জনের মধ্যে একজন হন বাংলাদেশি-মার্কিনি চিকিৎসক ডা. রুহুল আবিদ ও তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হায়েফা)। ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনয়ন দেয়া হয়। ডা. রুহুল আবিদ যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিকেল স্কুলের একজন অধ্যাপক। ডা. আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক ও জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মোলিকুলার বায়োলজি ও জৈব রসায়নে পিএইচডি অর্জন করেন। ২০০১ সালে তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ শেষ করেন।

সাদাত রহমান

সাদাত রহমান একজন বাংলাদেশি সাইবার নিরাপত্তাকর্মী ও সামাজিক সংগঠক। সাইবার নিরাপত্তার অংশ হিসেবে তার নির্মিত সাইবার টিনস নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার অর্জন করেন। কিডস রাইটস ফাউন্ডেশন সাদাত রহমানকে একজন ‘তরুণ চেঞ্জমেকার’ এবং ‘সমাজ সংস্কারক’ হিসেবে উল্লেখ করে। সাদাত রহমানের পৈতৃক নিবাস মাগুরা জেলার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে। তার বাবার নাম মো. সাখাওয়াত হোসেন, যিনি পেশায় একজন ডেপুটি পোস্টমাস্টার এবং মায়ের নাম মলিনা খাতুন। বাবার চাকরির জন্য ২০১৭ সালে তিনি নড়াইল শহরে আসেন। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ‘নড়াইল ভলান্টিয়ার্স’ নামে সংগঠন গড়ে তোলেন।

আকবর আলী

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম আকবর আলী। দেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কও। অনূর্ধ্ব-১৯ দলের মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় বাংলাদেশ। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা স্বপ্ন যখন ধূসর হতে শুরু করেছে ঠিক তখন ত্রাতা হয়ে আসেন আকবর। ভারতের বিপক্ষে ফাইনালে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে শিরোপা এনে দেন তিনি। বাংলাদেশি সমর্থকরা তো বটেই, আকবরের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেটবিশ্ব। আকবর রংপুরের ছেলে।

অধ্যাপক ডা. তারেক আলম

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী শুরুর পর দেশে দেশে বিজ্ঞানীরা দিশেহারা হয়ে পড়েন এই ভাইরাস মোকাবিলার পাশাপাশি চিকিৎসার নানা দিক নিয়ে। বিশেষ করে ভ্যাকসিন ও ওষুধ নিয়ে শুরু হয় একের পর এক নানামুখী গবেষণা। নতুন কোন ওষুধ পাওয়া না গেলেও পুরনো বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো করোনাভাইরাসে আক্রান্তদের উপসর্গ অনুসারে ব্যবহার করা শুরু হয়। কোথাও কোন ওষুধের গবেষণায় ন্যূনতম সাফল্যের খবর প্রচার হতে না হতেই বিশ্বব্যাপী ওই ওষুধ নিয়ে হুমড়ি খেয়ে পড়ে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম তার একজন সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় দেড় মাসের গবেষণায় করোনাভাইরাসের চিকিৎসায় সাফল্য পাওয়ার দাবি করেন।

তনিমা তাসনিম অনন্যা

সায়েন্স নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বিচারে বাছাই করা ১০ বিজ্ঞানীর একজন বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা। কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য ‘এসএন টেন : সায়েন্টিস্ট টু ওয়াচ’ নামের এই তালিকায় শুরুর দিকে স্থান করে নিয়েছেনর অনন্যা। বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানে পড়ার সুযোগ না থাকায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তনিমা। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সায়েন্স নিউজ ২০২০ সালের উদীয়মান ১০ জন তরুণ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে যার মধ্যে বাংলাদেশি-আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী তনিমা তাসনিম অন্যন্যা স্থান পান।

সেঁজুতি সাহা

সেঁজুতি সাহা একজন বাংলাদেশি অণুজীববিজ্ঞানী। আণবিক জিনতত্ত্বের এই গবেষক বাংলাদেশের শিশুস্বাস্থ্য গবেষণায় আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে রোগ বিস্তারের কারণ অনুসন্ধান করে বের করেন। বর্তমানে বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে (সিএইচআরএফ) কর্মরত। সেঁজুতি সাহা ও সিএইচআরএফ প্রথমবারের বাংলাদেশের রোগীদের মধ্য থেকে পাওয়া নমুনা থেকে নতুন করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস উন্মোচন করেন। বাংলাদেশে কোভিড-১৯ ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা গবেষকদলের নেতৃত্বে ছিলেন ড. সেঁজুতি সাহা। বাবা বিখ্যাত অণুজীববিজ্ঞানী ও গবেষক ড. সমীর কুমার সাহা ও মা আরেক অণুজীববিজ্ঞানী ও গবেষক ড. সেতারুন্নাহার। সেঁজুতি বর্তমানে কর্মরত আছেন বাবার প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ)।

শুক্রবার, ০১ জানুয়ারী ২০২১ , ১৭ পৌষ ১৪২৭, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪২

ফিরে দেখা-২০২০

আলোচিত শীর্ষ দশ

নিজস্ব বার্তা পরিবেশক |

image

ভালো-মন্দ মিলিয়ে শেষ হলো আরও একটি বছর। বছরজুড়েই গোটা পৃথিবীর ন্যায় বাংলাদেশও বিপর্যস্ত ছিল করোনা মহামারীতে। অনেক ঘটনা, আলোচনা, পর্যালোচনা ও সমালোচনায় মুখর ছিল এই বছর। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়াঙ্গনসহ নানা ক্ষেত্রে ঘটেছে অনেক ঘটনা। নানা ঘটনায় নানা জনের মন্তব্য নিয়ে হয়েছে আলোচনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ৭ জানুয়ারি ২০১৯ শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। করোনাভাইরাসের এ সংকটেও শুধু দেশকে সামনে থেকে নেতৃত্বই দিচ্ছেন না, টিকিয়ে রেখেছেন মানুষের আশা। তার দূরদর্শী ভূমিকায় করোনা মহামারীর মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল আছে। শুধু করোনা নয়, সুপার সাইক্লোন আম্পান ও বন্যা মোকাবিলা করেও দেশের অগ্রযাত্রাকে টিকিয়ে রেখেছেন। আর তার এ সময়োপযোগী নেতৃত্ব দেশের গ-ি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিশ্ব দরবারেও। টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে হাঁটাসহ নানা ক্ষেত্রেই সাফল্য পেয়েছে তারা। বিশেষত, স্বপ্নের পদ্মা সেতুসহ গত এক বছরে মাদক ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চালিয়ে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন বলে মনে করা হচ্ছে।

১৯৯৬ সালের ২৩ জুন তিনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বধীন বাংলাদেশ আওয়ামী লীগ সে বছরের ১২ জুনের সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।

সাকিব আল হাসান

এবছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষিত এই দশকের সেরা ক্রিকেট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব আল হাসান এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৬৩২৩ রান করেছেন এবং ২৬০টি উইকেট নিয়েছেন। এই দলে আরও আছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মাহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

করোনা মহামারীর শুরুতে বাংলাদেশে পরিচিত মুখ হয়ে উঠেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কোভিড সংক্রান্ত আইইডিসিআরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের কারণে প্রচার পান তিনি। মহামারী ঠেকাতে সরকারের কর্মপরিকল্পনা ঠিক করার চাপও ছিল তার ওপর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির ৫ম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন।

ডা. রুহুল আবিদ

২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ জনের মধ্যে একজন হন বাংলাদেশি-মার্কিনি চিকিৎসক ডা. রুহুল আবিদ ও তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হায়েফা)। ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনয়ন দেয়া হয়। ডা. রুহুল আবিদ যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিকেল স্কুলের একজন অধ্যাপক। ডা. আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক ও জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মোলিকুলার বায়োলজি ও জৈব রসায়নে পিএইচডি অর্জন করেন। ২০০১ সালে তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ শেষ করেন।

সাদাত রহমান

সাদাত রহমান একজন বাংলাদেশি সাইবার নিরাপত্তাকর্মী ও সামাজিক সংগঠক। সাইবার নিরাপত্তার অংশ হিসেবে তার নির্মিত সাইবার টিনস নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার অর্জন করেন। কিডস রাইটস ফাউন্ডেশন সাদাত রহমানকে একজন ‘তরুণ চেঞ্জমেকার’ এবং ‘সমাজ সংস্কারক’ হিসেবে উল্লেখ করে। সাদাত রহমানের পৈতৃক নিবাস মাগুরা জেলার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে। তার বাবার নাম মো. সাখাওয়াত হোসেন, যিনি পেশায় একজন ডেপুটি পোস্টমাস্টার এবং মায়ের নাম মলিনা খাতুন। বাবার চাকরির জন্য ২০১৭ সালে তিনি নড়াইল শহরে আসেন। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ‘নড়াইল ভলান্টিয়ার্স’ নামে সংগঠন গড়ে তোলেন।

আকবর আলী

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম আকবর আলী। দেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কও। অনূর্ধ্ব-১৯ দলের মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় বাংলাদেশ। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা স্বপ্ন যখন ধূসর হতে শুরু করেছে ঠিক তখন ত্রাতা হয়ে আসেন আকবর। ভারতের বিপক্ষে ফাইনালে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে শিরোপা এনে দেন তিনি। বাংলাদেশি সমর্থকরা তো বটেই, আকবরের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেটবিশ্ব। আকবর রংপুরের ছেলে।

অধ্যাপক ডা. তারেক আলম

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী শুরুর পর দেশে দেশে বিজ্ঞানীরা দিশেহারা হয়ে পড়েন এই ভাইরাস মোকাবিলার পাশাপাশি চিকিৎসার নানা দিক নিয়ে। বিশেষ করে ভ্যাকসিন ও ওষুধ নিয়ে শুরু হয় একের পর এক নানামুখী গবেষণা। নতুন কোন ওষুধ পাওয়া না গেলেও পুরনো বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো করোনাভাইরাসে আক্রান্তদের উপসর্গ অনুসারে ব্যবহার করা শুরু হয়। কোথাও কোন ওষুধের গবেষণায় ন্যূনতম সাফল্যের খবর প্রচার হতে না হতেই বিশ্বব্যাপী ওই ওষুধ নিয়ে হুমড়ি খেয়ে পড়ে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম তার একজন সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় দেড় মাসের গবেষণায় করোনাভাইরাসের চিকিৎসায় সাফল্য পাওয়ার দাবি করেন।

তনিমা তাসনিম অনন্যা

সায়েন্স নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বিচারে বাছাই করা ১০ বিজ্ঞানীর একজন বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা। কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য ‘এসএন টেন : সায়েন্টিস্ট টু ওয়াচ’ নামের এই তালিকায় শুরুর দিকে স্থান করে নিয়েছেনর অনন্যা। বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানে পড়ার সুযোগ না থাকায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তনিমা। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সায়েন্স নিউজ ২০২০ সালের উদীয়মান ১০ জন তরুণ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে যার মধ্যে বাংলাদেশি-আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী তনিমা তাসনিম অন্যন্যা স্থান পান।

সেঁজুতি সাহা

সেঁজুতি সাহা একজন বাংলাদেশি অণুজীববিজ্ঞানী। আণবিক জিনতত্ত্বের এই গবেষক বাংলাদেশের শিশুস্বাস্থ্য গবেষণায় আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে রোগ বিস্তারের কারণ অনুসন্ধান করে বের করেন। বর্তমানে বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে (সিএইচআরএফ) কর্মরত। সেঁজুতি সাহা ও সিএইচআরএফ প্রথমবারের বাংলাদেশের রোগীদের মধ্য থেকে পাওয়া নমুনা থেকে নতুন করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস উন্মোচন করেন। বাংলাদেশে কোভিড-১৯ ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা গবেষকদলের নেতৃত্বে ছিলেন ড. সেঁজুতি সাহা। বাবা বিখ্যাত অণুজীববিজ্ঞানী ও গবেষক ড. সমীর কুমার সাহা ও মা আরেক অণুজীববিজ্ঞানী ও গবেষক ড. সেতারুন্নাহার। সেঁজুতি বর্তমানে কর্মরত আছেন বাবার প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ)।