নতুন বছরে শেয়ারবাজার আরও ভালো করবে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

নতুন বছরে দেশের শেয়ারবাজার আরও ভালো হবে বলে প্রত্যাশা করেছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

নতুন বছরের প্রত্যাশায় তিনি বলেছেন, করোনাভাইরাসের মতো বৈশ্বিক মহামারীর সময়েও ২০২০ সালে আমাদের অর্থনীতি ভালো করেছে। যেখানে পৃথিবীর অন্য দেশের অর্থনীতিতে পতন হয়েছে সেখানে আমাদের কিন্তু ৬-৭ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে। আমাদের রপ্তানি, রেমিট্যান্স, পুঁজিবাজার সব ক্ষেত্রেই ভালো প্রবৃদ্ধি ছিল। যেহেতু করোনার ভ্যাকসিন এসে গেছে সেহেতু ২০২১ সাল আমাদের অর্থনীতির জন্য স্বপ্নের বছর হবে বলে আমি মনে করি। যদি প্রকৃতি ও পরিবেশ অনুকূল থাকে তাহলে ২০২০-এর তুলনায় ২০২১ সালে আমাদের প্রবৃদ্ধিও অনেক বেশি হবে।

বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা দেখতি পাচ্ছি। এরই মধ্যে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন। ফলে ২০২১ সালে দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আসবে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রাইমারি মার্কেট, বন্ড ও সুকুক আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এ খাতগুলোতে অনেক বিদেশি বিনিয়োগ আসবে বলে আমরা প্রত্যাশা করছি। তবে সেকেন্ডারি মার্কেটে বিদেশি বিনিয়োগকে আমরা সেভাবে উৎসাহিত করছি না। আর চলতি বছরের শেষের দিকে আমাদের পরিকল্পনা রয়েছে কমোডিটি ও ফিউচার চালু করার। করোনার মধ্যেও গত বছর পুঁজিবাজারে প্রাণসঞ্চার হয়েছে এবং বিনিয়োগকারীদেরও বাজারের প্রতি আস্থা ফিরে এসেছে। ফলে সব মিলিয়ে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার আরও অনেক বেশি ভালো পারফরম্যান্স করবে বলে প্রত্যাশা করছি।

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

নতুন বছরে শেয়ারবাজার আরও ভালো করবে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

নতুন বছরে দেশের শেয়ারবাজার আরও ভালো হবে বলে প্রত্যাশা করেছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

নতুন বছরের প্রত্যাশায় তিনি বলেছেন, করোনাভাইরাসের মতো বৈশ্বিক মহামারীর সময়েও ২০২০ সালে আমাদের অর্থনীতি ভালো করেছে। যেখানে পৃথিবীর অন্য দেশের অর্থনীতিতে পতন হয়েছে সেখানে আমাদের কিন্তু ৬-৭ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে। আমাদের রপ্তানি, রেমিট্যান্স, পুঁজিবাজার সব ক্ষেত্রেই ভালো প্রবৃদ্ধি ছিল। যেহেতু করোনার ভ্যাকসিন এসে গেছে সেহেতু ২০২১ সাল আমাদের অর্থনীতির জন্য স্বপ্নের বছর হবে বলে আমি মনে করি। যদি প্রকৃতি ও পরিবেশ অনুকূল থাকে তাহলে ২০২০-এর তুলনায় ২০২১ সালে আমাদের প্রবৃদ্ধিও অনেক বেশি হবে।

বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা দেখতি পাচ্ছি। এরই মধ্যে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন। ফলে ২০২১ সালে দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আসবে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রাইমারি মার্কেট, বন্ড ও সুকুক আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এ খাতগুলোতে অনেক বিদেশি বিনিয়োগ আসবে বলে আমরা প্রত্যাশা করছি। তবে সেকেন্ডারি মার্কেটে বিদেশি বিনিয়োগকে আমরা সেভাবে উৎসাহিত করছি না। আর চলতি বছরের শেষের দিকে আমাদের পরিকল্পনা রয়েছে কমোডিটি ও ফিউচার চালু করার। করোনার মধ্যেও গত বছর পুঁজিবাজারে প্রাণসঞ্চার হয়েছে এবং বিনিয়োগকারীদেরও বাজারের প্রতি আস্থা ফিরে এসেছে। ফলে সব মিলিয়ে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার আরও অনেক বেশি ভালো পারফরম্যান্স করবে বলে প্রত্যাশা করছি।