আনন্দ-উদ্দীপনায় মনোনয়ন দাখিল

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য গত বৃহস্পতিবার শেষ দিনে পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন পৌরসভায় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-

পাথরঘাটা

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আনোয়ার হোসেন আকন, বিএনপি মনোনীত দলীয় প্রর্থী সাহাবুদ্দিন সাকু, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল, শাহআলম মল্লিক ও মাহবুবুর রহমান খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আইউব আলী হাওলাদার বলেন, পাথরঘাটা পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী আগামি ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ৩০ জানুয়াারি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হইবে।

শিবগঞ্জ

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র তিন মেয়র প্রার্থী পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আলমগীর কবীরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

প্রথমে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক দলীয় নেতাকর্মীসহ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মুঞ্জু, উপজেলা আওয়ামী সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাক প্রমুখ। অপরদিকে পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন দলীয় নেতাকর্মীসহ মনোনয়নপত্র জমা দেন।

ঈশ্বরগঞ্জ

প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

৩য় দফা পৌর নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪ মেয়র প্রার্থী ও ৫৭ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। মেয়র পদে আ’লীগ মনোনীত মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আবদুস ছাত্তার, বিএনপি মনোনীত শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাফিকুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

গৌরনদী

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

তৃতীয় দফার পৌর নির্বাচনে জেলার গৌরনদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. হারিছুর রহমান ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তারা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান তালুকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভালুকা

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত বৃহস্পতিবার ভালুকার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। নির্বাচন কমিশন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়পত্র জমা নিয়েছেন। মেয়র প্রার্থী ৩ জন।

সংরক্ষিত মহিলা আসনে কাউসিলর ৮ জন, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আ’লীগের প্রার্থী বর্তমান মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, বিএনপির প্রার্থী আলহাজ মো. হাতেম খান। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। আ’লীগ প্রার্থী ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম জানান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে ভোটাররা তাকেই ভোট দেবে তিনি জয়ী হবেন।

বিএনপির প্রার্থী হাতেম খানের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিনি বিজয়ী হবেন। নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

আগামী ৩ জানুয়ারি বাছাই ১০ জানুয়ারি প্রত্যাহার, ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

আনন্দ-উদ্দীপনায় মনোনয়ন দাখিল

সংবাদ ন্যাশনাল ডেস্ক

image

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য গত বৃহস্পতিবার শেষ দিনে পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন পৌরসভায় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-

পাথরঘাটা

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আনোয়ার হোসেন আকন, বিএনপি মনোনীত দলীয় প্রর্থী সাহাবুদ্দিন সাকু, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল, শাহআলম মল্লিক ও মাহবুবুর রহমান খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আইউব আলী হাওলাদার বলেন, পাথরঘাটা পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী আগামি ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ৩০ জানুয়াারি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হইবে।

শিবগঞ্জ

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র তিন মেয়র প্রার্থী পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আলমগীর কবীরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

প্রথমে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক দলীয় নেতাকর্মীসহ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মুঞ্জু, উপজেলা আওয়ামী সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাক প্রমুখ। অপরদিকে পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন দলীয় নেতাকর্মীসহ মনোনয়নপত্র জমা দেন।

ঈশ্বরগঞ্জ

প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

৩য় দফা পৌর নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪ মেয়র প্রার্থী ও ৫৭ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। মেয়র পদে আ’লীগ মনোনীত মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আবদুস ছাত্তার, বিএনপি মনোনীত শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাফিকুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

গৌরনদী

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

তৃতীয় দফার পৌর নির্বাচনে জেলার গৌরনদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. হারিছুর রহমান ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তারা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান তালুকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভালুকা

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত বৃহস্পতিবার ভালুকার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। নির্বাচন কমিশন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়পত্র জমা নিয়েছেন। মেয়র প্রার্থী ৩ জন।

সংরক্ষিত মহিলা আসনে কাউসিলর ৮ জন, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আ’লীগের প্রার্থী বর্তমান মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, বিএনপির প্রার্থী আলহাজ মো. হাতেম খান। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। আ’লীগ প্রার্থী ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম জানান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে ভোটাররা তাকেই ভোট দেবে তিনি জয়ী হবেন।

বিএনপির প্রার্থী হাতেম খানের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিনি বিজয়ী হবেন। নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

আগামী ৩ জানুয়ারি বাছাই ১০ জানুয়ারি প্রত্যাহার, ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।